পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

আজ সকালে নেতাজির জন্মজয়ন্তী পালনের জন্য স্কুলে যাচ্ছিল মেখলিগঞ্জের খড়খড়িয়া এপি বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী৷ অভিযোগ, সেইসময় BSF-এর 148 নম্বর ব্যাটেলিয়নের এক জওয়ান তাদের শ্লীলতাহানি করে৷

BSF mollest school girl in Coochbihar
কোচবিহারের সেই স্কুল

By

Published : Jan 23, 2020, 3:23 PM IST

কোচবিহার, 23 জানুয়ারি : নেতাজির জন্মজয়ন্তী পালন করতে যাওয়ার পথে যাচ্ছিল ছাত্রীরা ৷ সেই সময় তাদের শ্লীলতাহানির অভিযোগ উঠল এক BSF জওয়ানের বিরুদ্ধে ৷ কোচবিহারের মেখলিগঞ্জের ঘটনা ৷ বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত জওয়ানকে ঘেরাও করা হয় ৷ খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থানে ৷ অভিযুক্তকে ঘেরাওয়ের হাত থেকে উদ্ধার করে পুলিশ ৷ জানা গেছে. এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷

আজ সকালে নেতাজির জন্মজয়ন্তী পালনের জন্য স্কুলে যাচ্ছিল মেখলিগঞ্জের খড়খড়িয়া এপি বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী৷ অভিযোগ, সেইসময় এক BSF-এর 148 নম্বর ব্যাটেলিয়নের জওয়ান তাদের শ্লীলতাহানি করে৷ ঘটনা জানাজানি হতেই উত্তেজিত জনতা অভিযুক্তকে ঘিরে ধরে৷ তাকে স্কুলের ভিতরে আটকে রাখা হয়৷ উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান বিএসএফ আধিকারিকরা৷ পরে মেখলিগঞ্জ থানার পুলিশ গিয়ে অভিযুক্ত জওয়ানকে উদ্ধার করে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, BSF-এর পক্ষ থেকে তাদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি৷

ABOUT THE AUTHOR

...view details