রায়গঞ্জ , 5 জুন : নবনির্বাচিত বিজেপি বিধায়ক সৌমেন রায় ৷ নির্বাচনে জয়লাভের পরই কার্যত কোমর বেঁধে নেমে পড়েছেন জনকল্যাণমূলক কাজে ৷ এবার রেলযাত্রীদের সুবিধার্থে রেলমন্ত্রীকে চিঠি পাঠালেন তিনি ৷
শুক্রবার বিজেপির শহর মণ্ডলের দুই মহাসচিব অমিত সাহা ও সুব্রত ধরকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ ওইদিন রেল দফতরের কাছে দাবিপত্র পেশ করারও কথা বলেন তিনি ৷
রাধিকাপুর থেকে হাওড়াগামী ট্রেনের সময়সীমা বদল করার আর্জি জানিয়ে পূর্ব ও উত্তরপূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে চিঠি পাঠান তিনি ৷ ওই চিঠির একটি প্রতিলিপিও পাঠান রেলমন্ত্রীর কাছে ৷