কোচবিহার, 6 নভেম্বর : এবার দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামী ৷ গতকাল ও আজ সোশাল মিডিয়ায় তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন ৷ তাঁর অভিযোগ, "দিদির দলে যোগ দিয়েছিলাম কারণ তখন CPI(M)-র বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের দাদা-দের থেকে দিদিকেই বেশি আস্থার মানুষ বলে মনে হয়েছিল । অবাক হয়ে দেখলাম লড়াইয়ে জিতে ক্ষমতা দখলের পর দিদি সেই CPI(M)-ই আস্থা রাখছেন । যে মানুষগুলি দিদিকে অজস্র অকথা কুকথা বলতে কখনও ছাড়েনি, তারা একে একে তৃণমূলে এসে ছোটো বড় গদি দখল করে বসে আছে । তবে আমার মতো কর্মী কিন্তু দিদির উপরে আস্থা হারাইনি ।’’
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই যুব কংগ্রেস করতেন কোচবিহারের দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী । পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলে তিনি সেখানে যোগ দেন ৷ তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ সৈনিক হিসেবে কাজ করেছেন । কোচবিহার জেলা তৃণমূলে তাঁর স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে । সম্প্রতি তৃণমূলের কোচবিহার জেলা ও ব্লক কমিটি প্রকাশ হতেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন মিহির গোস্বামী ।
তারপর থেকেই টানাপোড়েন শুরু হয় দলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে । তাঁকে বোঝাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে অনগ্রসর কল্যাণ মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ দৌড়ঝাঁপ করলেও তাঁর দেখা পাননি । ফলে তিনি কি তৃণমূলে থাকবেন না BJP-তে যাবেন এ নিয়ে যখন কোচবিহারের জল্পনা চলছে ঠিক তখনই তিনি সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট করছেন ।