পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রশান্ত কিশোরের সংস্থার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ তৃণমূল বিধায়কের

সম্প্রতি কোচবিহার জেলা তৃণমূলের জেলা ও ব্লক কমিটি ঘোষণা করা হয় । সেই তালিকা প্রকাশ হতেই ক্ষোভ দেখা দেয় দলের একাংশ বিধায়কদের মধ্যে ।

MLA Mihir Goswami expressed his anger against Team PK and ipac
টিম P K সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিধায়ক মিহির গোস্বামী

By

Published : Oct 17, 2020, 2:14 PM IST

Updated : Oct 17, 2020, 3:45 PM IST

কোচবিহার, 17 অক্টোবর : কোনও রাজনৈতিক দল কন্ট্রাক্টর সংস্থাকে দিয়ে চালাতে গেলে সংগঠনের ক্ষতি হওয়ার সম্ভবনা 100 শতাংশ । সংগঠনের কাজ সংগঠনের কর্মীরাই করবে । আইপ্যাক নামে কোনও কন্ট্রাক্টর সংস্থা যদি দল পরিচালনা করার ক্ষেত্রে নির্দেশ দেয় তাহলে দলের ভালো হয় না । প্রশান্ত কিশোরের সংস্থার বিরুদ্ধে এই ভাষাতেই ক্ষোভ উগরে দিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী ।

শাসকদলের বিধায়কের এই মন্তব্য ঘিরে জোর চাপানউতর শুরু হয়েছে তৃণমূলের অন্দরমহলে । জানা গেছে, সম্প্রতি কোচবিহার জেলা তৃণমূলের জেলা ও ব্লক কমিটি ঘোষণা করা হয় । সেই তালিকা প্রকাশ হতেই ক্ষোভ দেখা দেয় দলের একাংশ বিধায়কদের মধ্যে । তাদের অভিযোগ , কমিটি গঠনের ক্ষেত্রে বিধায়কদের মতামতকে গুরুত্ব না দিয়ে জেলা সভাপতি পার্থপ্রতিম রায় তাঁর অনুগামীদের বিভিন্ন পদে বসিয়েছেন ।

প্রশান্ত কিশোরের সংস্থার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ তৃণমূল বিধায়কের

এনিয়ে গত সপ্তাহে তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী । এবার টিম P K সংস্থার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি । পাশাপাশি টিম P K কে যে দায়িত্ব দেওয়া হয়েছে , তা নিয়েও প্রশ্ন তোলেন মিহিরবাবু ৷ যদিও গোটা বিষয়টি নিয়ে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় কোনও মন্তব্য করতে চাননি ।

Last Updated : Oct 17, 2020, 3:45 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details