কোচবিহার, 11 অক্টোবর:মাথা ফাটিয়ে ব্যবসায়ীর থেকে 2 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা (Money Robbery) । সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিনহাটার ওকড়াবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকায় । আহত ওই যুবক বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আলু বিক্রি করে তোহিদ মোস্তাফা নামে ওই যুবক বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় কয়েকজন ফলিমারি রেলস্টেশন এলাকায় পথ আটক করে মাথা ফাটিয়ে দিয়ে দুই লক্ষ টাকা ও আলুর বন্ড পেপার নিয়ে পালিয়ে যায় । এরপর ওই যুবকের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে ৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে তারা ৷ এরপর তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় (Miscreants snatch 2 lakh rupees from Businessman) ।