কোচবিহার, 23 জুলাই: প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাটি কোচবিহার 2 নম্বর ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় । গুরুতর অসুস্থ অবস্থায় 14 বছরের ওই কিশোরী কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 18 জুলাই ওই কিশোরী স্কুলে যায় । এরপর সে আর বাড়ি ফেরেনি । তারপরই 20 তারিখে পরিবারের পক্ষ থেকে পুন্ডিবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয় । এরপর মাথাভাঙা হাসপাতাল থেকে ফোন করে নাবালিকার খোঁজ দেওয়া হয় বাড়িতে ৷ অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে মাথাভাঙায় অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল । সেখানে নিয়ে গিয়ে ওই নাবালিককে গণধর্ষণ করা হয় । যার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী । তাকে প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখান থেকে তাকে কোচবিহারে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় । তারপর আবারও কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় । পরবর্তীতে তাকে ফের কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে নাবালিকাকে ৷ সেখানেই তার চিকিৎসা চলছে ।