পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor girl assaulted by father কোচবিহারে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার বাবা - নাবালিকাকে যৌন হেনস্থা

নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে (Minor girl assaulted by father)। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ কোচবিহারের মাথাভাঙার ঘটনা (Coochbihar news)৷

Minor girl allegedly assaulted by father at Coochbihar
কোচবিহারে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার বাবা

By

Published : Aug 17, 2022, 1:58 PM IST

কোচবিহার, 17 অগস্ট:এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল তার বাবার বিরুদ্ধে (Minor girl assaulted by father)৷ কোচবিহারের মাথাভাঙার নিশিগঞ্জ-1 গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ৷ নিগৃহীতা নাবালিকার মা নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন । গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ।

অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে মাথাভাঙা থানার পুলিশ । নাবালিকার মায়ের অভিযোগ, তাঁর স্বামী প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে অশ্লীল অঙ্গভঙ্গি করতেন । একদিন নাকি বাড়িতে ছিলেন না কিশোরীর মা ৷ তিনি পাশের বাড়িতে গিয়েছিলেন । অভিযোগ, সে দিন বিকেলে মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে নিজের কন্যাসন্তানকে যৌন হেনস্থা করেন তার বাবা । মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন ৷ বাড়িতে ফেরেন মেয়েটির মা-ও ৷

আরও পড়ুন:ধূমপানে বাধা দেওয়ায় ব্লেড নিয়ে হামলা, লখনউয়ে রক্তাক্ত কিশোরী

এই বিষয়ে মাথাভাঙার অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা জানিয়েছেন, নিশিগঞ্জে নাবালিকার শ্লীলতাহানি ও যৌন হেনস্থা করার ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয় । ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details