কোচবিহার , 9 এপ্রিল : কোচবিহার জেলায় কোরোনা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের অনগ্রসর কল্যাণ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ ৷ কোচবিহার শহর সংলগ্ন চকচকা এলাকার একটি বেসরকারি হাসপাতাল, যা এখন কোরোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে , সেখানে যান তিনি । মন্ত্রী বলেন, "জেলায় এখনও কোরোনা আক্রান্তর সন্ধান না মিললেও আমরা প্রস্তুত আছি ।"
"আমরা প্রস্তুত", কোচবিহারে হাসপাতাল পরিদর্শনের পর বললেন মন্ত্রী - coronavirus safety
কোরোনা মোকাবিলায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালকে কোরোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে ৷ তারই প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সেখানে যান রাজ্যের অনগ্রসর কল্যাণ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ ৷
কোচবিহার জেলার একদিকে বাংলাদেশ সীমান্ত । আর একদিকে অসম সীমান্ত । জেলার একটা অংশের মানুষ প্রতিবছর ভিনরাজ্যে কাজের সন্ধানে যায় । কোরোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউনে কাজ বন্ধ ৷ তাই তারা বাড়ি ফিরেছে । ইতিমধ্যে জেলার 12 হাজার বাসিন্দা হোম কোয়ারান্টাইনে রয়েছেন । ছ'জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও রিপোর্ট নেগেটিভ এসেছে । তবুও কেউ কোরোনায় আক্রান্ত হলে তাঁদের যাতে পৃথক হাসপাতালে রেখে চিকিৎসা করানো যায়, সেজন্য এই হাসপাতালকে কোরোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে ।
আজ এই হাসপাতাল ঘুরে দেখলেন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ সহ স্বাস্থ্য দপ্তরের কর্তারা । এখানে 120 টি বেডের ব্যবস্থা করা হয়েছে । তবে এখনও সেখানে কোনও রোগী নেই ৷ মন্ত্রী বলেন , মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এই হাসপাতাল গড়ে তোলা হয়েছে ৷