কোচবিহার, 28 মে : নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় যশ ৷ যার জেরে উত্তরবঙ্গজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে ৷ তিস্তার উচ্চ অববাহিকায় বৃষ্টির জেরে বেড়ে গিয়েছে জলস্তর ৷ এতে কোচবিহারের মেখলিগঞ্জের নিজতরফ গ্রাম পঞ্চায়েত এলাকার 72 নিজতরফ গ্রামে তিস্তার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে যায় ৷ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে ৷ গতবছরও তিস্তার জল বাড়ায় ঘুম ছুটে গিয়েছিল এই এলাকার বাসিন্দাদের ৷ তাই এবারের বাঁধের ক্ষতির কথা জানার পরই এলাকায় পৌঁছে যান মেখলিগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী ৷ স্থানীয়দের নিয়ে সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখেন তিনি ৷ এরপর কথা বলেন প্রশাসনিক কর্তাদের সঙ্গে ৷ দ্রুত যাতে বাঁধ মেরামতি করা হয়, তা নিয়ে সেচ দফতরের ইঞ্জিনিয়র এবং আধিকারিকদের সঙ্গে কথা হয় তাঁর ৷
উল্লেখ্য, এই এলাকায় বেশ কিছু এমন জায়গা রয়েছে, যেখানে প্রশাসনিক সাহায্য না পেয়ে বাসিন্দারাই বাঁধ সংস্কারের কাজে হাত লাগিয়েছেন ৷ গত বছরও সেই ছবি দেখা গিয়েছে ৷ এবার যাতে এমন পরিস্থিতি না হয়, তার জন্য মন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন তাঁরা ৷