কোচবিহার, 7 সেপ্টেম্বর: কোচবিহারকে পৃথক রাজ্য বানানোর দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে বিভিন্ন সংগঠন। পাশাপাশি বিজেপি বিধায়কদের একাংশ বঞ্চনার অভিযোগ তুলে বাংলাভাগের দাবিতে সরব হয়েছেন। এদি সেই রাজ্যভাগের বিরুদ্ধেই সরব হয়েছে তৃণমূল। বিভিন্ন সভায় এই দাবির সমর্থনকারীদের হুঁশিয়ারি দিচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। এ কারণে উদয়ন গুহকে ফেসবুকে হুমকি দেওয়া হয় জিসিপিএ-র তরফে ৷ আর তার পরিপ্রক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেন যুব তৃণমূল কর্মীরা ৷
মঙ্গলবার কোচবিহারে উদয়ন গুহ বলেছিলেন যারা বাংলা ভাগ করতে আসবে তাঁদেরও রক্ত ঝড়বে। এরপরই গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (Greater Cooch Behar Peoples Association) ফেসবুক পেজে এক হুমকি ভরা পোস্ট দেখা যায়। সেই পোস্টে রয়েছে, "উদয়ন গুহ ইতিহাসকে মিথ্যা প্রমাণিত করতে চাইলে তা হবে না, বাংলাদেশ থেকে এসে কলকাতার চামচাগিরি করছেন। চিরদিন আপনার দিদির সরকার থাকবে না, আর আপনার মন্ত্রীত্বও থাকবে না। কোচবিহার রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কোচবিহার রাজ্যের মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না।"