পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Udayan Guha: 'মার খাওয়ার কোনও বয়স নেই', জিসিপিএর হুমকির পালটা দিলেন মন্ত্রী উদয়ন - পৃথক কোচবিহার রাজ্যের দাবি

দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী (North Bengal Development Minister) উদয়ন গুহকে হুমকি দেওয়ার (GCPA Threates to Minister Udayan Guha) অভিযোগ ওঠে ৷ তারই পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করলেন যুব তৃণমূল কর্মীরা (TMC Workers)। বুধবার দুপুরে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরীর নেতৃত্বে দিনহাটা থানায় গিয়ে সাইবার ক্রাইম বিভাগে এই অভিযোগ জানানো হয়। এরপর ফেসবুকে পালটা প্রতিক্রিয়া জানিয়েছেন মন্ত্রীও ৷

Udayan Guha
উদয়ন গুহকে হুমকি দেওয়ার অভিযোগ

By

Published : Sep 7, 2022, 5:45 PM IST

কোচবিহার, 7 সেপ্টেম্বর: কোচবিহারকে পৃথক রাজ্য বানানোর দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে বিভিন্ন সংগঠন। পাশাপাশি বিজেপি বিধায়কদের একাংশ বঞ্চনার অভিযোগ তুলে বাংলাভাগের দাবিতে সরব হয়েছেন। এদি সেই রাজ্যভাগের বিরুদ্ধেই সরব হয়েছে তৃণমূল। বিভিন্ন সভায় এই দাবির সমর্থনকারীদের হুঁশিয়ারি দিচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। এ কারণে উদয়ন গুহকে ফেসবুকে হুমকি দেওয়া হয় জিসিপিএ-র তরফে ৷ আর তার পরিপ্রক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেন যুব তৃণমূল কর্মীরা ৷

মঙ্গলবার কোচবিহারে উদয়ন গুহ বলেছিলেন যারা বাংলা ভাগ করতে আসবে তাঁদেরও রক্ত ঝড়বে। এরপরই গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (Greater Cooch Behar Peoples Association) ফেসবুক পেজে এক হুমকি ভরা পোস্ট দেখা যায়। সেই পোস্টে রয়েছে, "উদয়ন গুহ ইতিহাসকে মিথ্যা প্রমাণিত করতে চাইলে তা হবে না, বাংলাদেশ থেকে এসে কলকাতার চামচাগিরি করছেন। চিরদিন আপনার দিদির সরকার থাকবে না, আর আপনার মন্ত্রীত্বও থাকবে না। কোচবিহার রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কোচবিহার রাজ্যের মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না।"

আরও পড়ুন:পৃথক রাজ্যের দাবিদার অনন্ত মহারাজের সঙ্গে দেখা করলেন সুকান্ত

এছাড়াও ওই পোস্টে লেখা হয়, "রক্তারক্তি, অভদ্র কথাবার্তা ইতিপূর্বে কোনও উত্তরবঙ্গ মন্ত্রীকে বলতে শুনিনি। আপনি তো রাজনীতিটাকে বাপের জমিদারির মতো করে দেখছেন ৷ এটা চলবে না। এই স্টাইলটা বদলান। মনে রাখবেন শিক্ষার শেষ নেই, আর মার খাওয়ার বয়স নেই।" এই হুমকিভরা পোস্টের পরিপ্রেক্ষিতে এদিন দিনহাটা থানার সাইবার ক্রাইমে অভিযোগ জানান তৃণমূল কর্মীরা (TMC Workers)। দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান (Vice Chairman of Dinhata Municipality) সাবির সাহা চৌধুরী এ নিয়ে বলেন, "এভাবে হুমকি দিয়ে উদয়ন গুহকে রোখা যাবে না। এদিন ফের একটি পোস্ট করা হয় মন্ত্রী উদয়ন গুহ-র তরফ থেকেও (Minister Udayan Guha Reacts on Social Media) ৷ তিনি লেখেন, "আমাকে হুমকি দিয়ে কোনও লাভ নেই। বাংলা ভাগের চক্রান্তের প্রতিরোধ থেকে এক ইঞ্চি সরবো না।"

জিসিপিএর হুমকির পালটা দিলেন মন্ত্রী উদয়ন

আরও পড়ুন:বাগুইআটি জোড়া খুনের ঘটনায় বিক্ষোভ সিপিএম ও বিজেপির

ABOUT THE AUTHOR

...view details