পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের কোভিড ওয়ার্ড পরিদর্শনে মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী - মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী

মেখলিগঞ্জ মহকুমায় করোনা আক্রান্তদের জন্য শহরের বাস টার্মিনাসে সেফ হোম রয়েছে । কিন্তু, যাঁদের শারীরিক অবস্থা অবনতি হচ্ছে, তাঁদের নিয়ে যেতে হচ্ছ কোচবিহার বা অন্য কোথাও । এই অবস্থায় মেখলিগঞ্জে কোভিড ওয়ার্ড চালু হলে উপকৃত হবেন সাধরণ মানুষ ।

মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী
মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী

By

Published : May 28, 2021, 10:59 PM IST

কোচবিহার, 28 মে: দিনের পর দিন বেড়ে চলছে করোনা সংক্রমণ । করোনা বিরুদ্ধে লড়াই করার জন্য মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে 80 শয্যার কোভিড ওয়ার্ড চালু করা হচ্ছে । শুক্রবার মহকুমা হাসপাতালে কোভিড ওয়ার্ডগুলি পরিদর্শন করলেন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী । সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার কাশীনাথ পাঁজা ।

মেখলিগঞ্জ মহকুমায় করোনা আক্রান্তদের জন্য শহরের বাস টার্মিনাসে সেফ হোম রয়েছে । কিন্তু, যাঁদের শারীরিক অবস্থা অবনতি হচ্ছে, তাঁদের নিয়ে যেতে হচ্ছ কোচবিহার বা অন্য কোথাও । এই অবস্থায় মেখলিগঞ্জে কোভিড ওয়ার্ড চালু হলে উপকৃত হবেন সাধরণ মানুষ । করোনা উপসর্গ থাকলে রোগীদের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের প্রথম তলের পুরুষ বিভাগের একদিকে রাখা হবে । এরপর রিপোর্ট পজিটিভ এলে রোগীকে দ্বিতীয় তলের কোভিড ওয়ার্ডে পাঠানো হবে ।

এই বিষয়ে মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী বলেন, ‘‘মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে করোনা রোগীদের জন্য শীঘ্রই 80 বেডের কোভিড ওয়ার্ড তৈরি করা হচ্ছে । সেটি আজ পরিদর্শন করে যেগুলো করনীয় তা নিয়ে সুপার এবং সিএমওএইচের সঙ্গে কথা বললাম ।’’

ABOUT THE AUTHOR

...view details