কোচবিহার, ৭ মার্চ : কাজ হয়েছে নিম্নমানের। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঠিকাদারকে কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে কাজ সম্পূর্ণ না হলে সংশ্লিষ্ট সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হবে।
নিম্নমানের কাজের অভিযোগ, সংস্থাকে হুঁশিয়ারি রবীন্দ্রনাথের - রবীন্দ্রনাথ ঘোষ
নিম্নমানের কাজ হওয়ায় ঠিকাদারকে হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
কোচবিহার স্টেডিয়ামের মাঠ উঁচু করার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্রায় ৪০ লাখ টাকা বরাদ্দ করে। কাজের দায়িত্ব দেওয়া হয় ব্লক প্রশাসনকে। সেখান থেকে সেই দায়িত্ব দেওয়া হয় একটি সংস্থাকে। অভিযোগ, সেই সংস্থা মাটি ভরাটের কাজের জন্য টাকা নিয়ে নিলেও সম্পূর্ণ করেনি কাজ। পাশাপাশি যতটুকু কাজ হয়েছে তাও নিম্নমানের। এই খবর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কানে পৌঁছানো মাত্রই গিয়ে হাজির হন BDO ও দায়িত্বপ্রাপ্ত ওই সংস্থার কর্তৃপক্ষের কাছে। কৈফিয়ত চান নিম্নমানের কাজ হওয়ার কারণ কী? পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন তাঁদের।
রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "কাজ সম্পূর্ণ না করে টাকা নিয়েছো। সংস্থাকে বলা হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন করতে না পারলে কালো তালিকাভুক্ত করা হবে।"