পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ

বিনয়বাবু দিন কয়েক আগেই কলকাতা গিয়েছিলেন। সোমবার সেখান থেকে ফিরে এসে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে অংশ নেন। এরপর মঙ্গলবার বিকেলে কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ জেলার অন্যান্য বিধায়কদের সাথে দলীয় বৈঠক করেন। বুধবার তিনি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান। এরপরই রিপোর্ট পজিটিভ আসে।

বিনয় কৃষ্ণ বর্মন
বিনয় কৃষ্ণ বর্মন

By

Published : Sep 16, 2020, 10:32 PM IST

কোচবিহার, 16 সেপ্টেম্বর : কোরোনা আক্রান্ত রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ । বুধবার রাতে তিনি নিজেই সোশাল মিডিয়ায় পোষ্ট করে এখবর জানান। তবে বর্তমানে তাঁর কোনো উপসর্গ না থাকায় তিনি তাঁর মাথাভাঙ্গার বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন।

জানা গিয়েছে বিনয়বাবু দিন কয়েক আগেই কলকাতা গিয়েছিলেন। সোমবার সেখান থেকে ফিরে এসে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে অংশ নেন। এরপর মঙ্গলবার বিকেলে কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ জেলার অন্যান্য বিধায়কদের সাথে দলীয় বৈঠক করেন। বুধবার তিনি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান। এরপরই রিপোর্ট পজিটিভ আসে।

রাতে নিজেই সোশাল মিডিয়ায় তার করোনায় সংক্রমনের খবর জানান। সূত্রের খবর, তার সঙ্গে যে সমস্ত মন্ত্রী বিধায়করা মঙ্গলবারের বৈঠকে ছিলেন, তাদের আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। কোচবিহার জেলা তৃনমুল সভাপতি পার্থপ্রতীম রায় বলেন," মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন করোনায় সংক্রামিত হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করি। "

ABOUT THE AUTHOR

...view details