কোচবিহার, 14 সেপ্টেম্বর: কোচবিহারের প্রয়াত শিল্পী তথা বাঁশি বাদক নকুল বর্মণের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । আজ দুপুরে প্রয়াত শিল্পীর দিনহাটার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী ।
প্রয়াত শিল্পীর মেয়েকে পড়াশোনায় সহযোগিতার আশ্বাস মন্ত্রীর
গত বুধবার প্রয়াত হয়েছেন কোচবিহারের বাঁশি বাদক নকুল বর্মণ। আজ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। প্রয়াত শিল্পীর মেয়ের পড়াশোনার দায়িত্ব নেন তিনি।
রবীন্দ্রনাথ
গত বুধবার জেলার বাঁশি বাদক নকুল বর্মণ প্রয়াত হন । আজ রবীন্দ্রনাথ ঘোষ প্রয়াত শিল্পীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান । কিছু খাদ্য সামগ্রী তুলে দেন পরিবারের সদস্যদের হাতে। পাশাপাশি শিল্পীর পরলৌকিক ক্রিয়া কর্মের জন্য আর্থিক সাহায্যও করেন।
রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "প্রয়াত শিল্পীর মেয়ে নবনীতা বর্মণ দিনহাটা কলেজে বিজ্ঞান নিয়ে পড়ছে । আর্থিক সংকট রয়েছে । তাই ওর পরিবারকে কথা দিয়েছি যে নবনীতা যতদিন পড়াশোনা করবে সমস্ত পড়াশোনার খরচ আমি বহন করব।"