কোচবিহার, 3 ডিসেম্বর : সৌগত রায়ের নেতৃত্বে মানভঞ্জনের পালা চলছিল । তাঁর দাবি মতো মঙ্গলবারের বৈঠকের পর সবকিছু ঠিকঠাক হয়ে গেলেও তাল কাটে তাঁকে করা শুভেন্দুর মেসেজে । তিনি কী করবেন তা নিয়ে এখনও জল্পনা চলছে । তারই মাঝে গতকাল সন্ধেয় তাঁকে ফোন করেন মিহির গোস্বামী । যিনি কয়েকদিন আগেই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন । যাতে জল্পনা আরও বেড়েছে ।
শুভেন্দুর সঙ্গে দলের দূরত্ব বাড়ার পর থেকেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়ায় । তাঁর জন্য তাঁদের দরজা খোলা বলে বারবার বার্তা দিয়েছেন একাধিক বিজেপি নেতা । কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো এক দু'জন বাদ দিলে তৃণমূলের একাধিক শীর্ষ নেতা দাবি করে আসছিলেন তিনি দলেই রয়েছেন । মান ভাঙাতে একাধিকবার বৈঠক করেছেন সৌগত রায় । তাঁর উদ্যোগেই মঙ্গলবার শুভেন্দুর সঙ্গে আলোচনায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । ছিলেন প্রশান্ত কিশোরও । সেই বৈঠকের পরই সৌগতবাবু সংবাদমাধ্যমে জানিয়ে দেন, সব ঠিকঠাক হয়ে গিয়েছে । হয়তো শুভেন্দু এর মধ্যে সাংবাদিক বৈঠক করে তাঁর অবস্থান জানিয়ে দেবেন । আর তাতেই তাল কাটে । ক্ষুব্ধ শুভেন্দু তাঁকে মেসেজ করে জানিয়ে দেন, আর একসঙ্গে কাজ করা যাবে না । আর গতকাল রাতেই তাঁকে ফোন করেন মিহির গোস্বামী ।