কোচবিহার, 24 নভেম্বর : এবার মান ভাঙাতে কোচবিহারের বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে এলেন রবীন্দ্রনাথ ঘোষ । আজ সকালে তাঁর বাড়ি আসেন তিনি । দীর্ঘক্ষণ দু'জনের মধ্যে কথা হয় ।
বাড়ি গিয়েও মিহিরের মান ভাঙাতে পারলেন না রবীন্দ্রনাথ - রবীন্দ্রনাথ ঘোষ
রবীন্দ্রনাথবাবু বলেন, ‘‘মিহিরদা দীর্ঘদিন ধরে তৃণমূল করে আসছেন। উনি আমাদের অভিভাবক। তিনি দীর্ঘদিন ধরেই তৃণমূলে আছেন । আমরা চাই উনি তৃণমূলেই থাকুন ।’’
বৈঠকের পর রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘মিহিরদা দীর্ঘদিন ধরে তৃণমূল করে আসছেন । উনি আমাদের অভিভাবক। তিনি দীর্ঘদিন ধরেই তৃণমূলে আছেন । আমরা চাই উনি তৃণমূলেই থাকুন ।’’
তবে রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে বৈঠকের পরও মিহিরবাবু তাঁর পুরোনো অবস্থানেই অনড় । তিনি বলেন, ‘‘আমার যে অবস্থান সেটা আমি বিভিন্ন সময়ে সোশাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে জানিয়েছি । দীর্ঘদিন ধরেই কলকাতার নেতারা আমাকে অসম্মান, অপমান করেছে । কাজেই মনে হয় দলে আমার প্রয়োজন নেই । প্রয়োজন ফুরিয়ে গেছে ।’’