কোচবিহার, 28 নভেম্বর : BJP-তে যোগ দিয়েই উত্তরবঙ্গকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দাবিপত্র দিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী । আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে বিধায়ক মিহির গোস্বামী দাবিপত্র দেন ।
পাশাপাশি উত্তরবঙ্গের সীমান্ত এলাকায় চোরাচালান, গোরু পাচার-সহ বিভিন্ন অসামাজিক কাজকর্ম বন্ধ করার বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন মিহির গোস্বামী । দাবিপত্র দেওয়ার সময় মিহিরবাবুর সঙ্গে ছিলেন কোচবিহারের BJP সাংসদ নিশীথ প্রামাণিক ।