পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আক্রান্তদের পরিষেবায় কোরোনা মুক্ত পরিযায়ী শ্রমিকরা - কোরোনা আক্রান্তদের পরিষেবায় কোরোনামুক্ত পরিযায়ী শ্রমিকরা

মূল উদ্দেশ্য কোরোনাজয়ী পরিযায়ী শ্রমিকদের কর্মমুখী করা । পাশাপাশি তাঁদের সাহায্যে মানুষকে কোরোনা নিয়ে সচেতন করা ।

Covid 19 warriors club
Covid 19 warriors club

By

Published : Jul 27, 2020, 12:43 AM IST

কোচবিহার, 26 জুলাই : মারণ ভাইরাসকে হারিয়ে এখন তাঁরা সম্পূর্ণ সুস্থ । উদ্দেশ্য, এবার অন্য কোরোনা আক্রান্তদের পরিষেবা দেওয়া । আর তারজন্যই কলকাতা যাচ্ছেন কোচবিহারের দিনহাটার 4 পরিযায়ী শ্রমিক । আজ দিনহাটা মহকুমাশাসকের কার্যালয় থেকে কলকাতা রওনা দিলেন পরিযায়ী শ্রমিকরা ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্য প্রশাসনের নির্দেশে দিনহাটার মহকুমা শাসক কোরোনা জয়ীদের নিয়ে একটি কোরোনা ওয়ারিয়রস ক্লাব তৈরি করেন । এর পিছনে মূল উদ্দেশ্যই ছিল মহকুমার কোরোনা জয়ীদের কর্মমুখী করা । পাশাপাশি তাঁদের সাহায্যে মানুষকে সচেতন করা । প্রশাসনের এই উদ্যোগে সাড়া মেলে । বেশ কয়েকজন এগিয়ে আসেন । তাঁদেরই মধ্যে থেকে প্রসেনজিৎ দাস, সাহেব আলি, জহিরুল হক, বাবু হককে কলকাতায় চিকিৎসা পরিষেবা দিতে পাঠানো হয় । আপাতত তাঁরা কলকাতাতেই কাজ করবেন । প্রতিমাসে 15 হাজার টাকা করে পাবেন । তাঁদের থাকা ও খাবারের ব্যবস্থা করবে প্রশাসন ।

প্রসেনজিৎ দাস বলেন, "বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতাম । বাড়ি ফিরেই কোরোনা আক্রান্ত হই । এরপর সুস্থ হয়ে বাড়ি ফেরার পর কাজের খোঁজ করছিলাম । কিন্তু কোথাও কাজ মিলছিল না । এরপর প্রশাসনের তরফে প্রস্তাব আসতেই আমরা রাজি হয়ে যাই ।"

দিনহাটার মহকুমাশাসক শেখ আনসার আহমেদ বলেন, "দিনহাটাতে যে কোরোনা ওয়ারিয়রস ক্লাব খোলা হয়েছিল, সেখানকার চারজন সদস্য আজ কলকাতার উদ্দ্যেশে রওনা হচ্ছেন । তাঁরা আক্রান্তদের উৎসাহ দেওয়ার পাশাপাশি তাঁদের চিকিৎসা পরিষেবা দেবেন ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details