কোচবিহার, 26 জুলাই : মারণ ভাইরাসকে হারিয়ে এখন তাঁরা সম্পূর্ণ সুস্থ । উদ্দেশ্য, এবার অন্য কোরোনা আক্রান্তদের পরিষেবা দেওয়া । আর তারজন্যই কলকাতা যাচ্ছেন কোচবিহারের দিনহাটার 4 পরিযায়ী শ্রমিক । আজ দিনহাটা মহকুমাশাসকের কার্যালয় থেকে কলকাতা রওনা দিলেন পরিযায়ী শ্রমিকরা ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্য প্রশাসনের নির্দেশে দিনহাটার মহকুমা শাসক কোরোনা জয়ীদের নিয়ে একটি কোরোনা ওয়ারিয়রস ক্লাব তৈরি করেন । এর পিছনে মূল উদ্দেশ্যই ছিল মহকুমার কোরোনা জয়ীদের কর্মমুখী করা । পাশাপাশি তাঁদের সাহায্যে মানুষকে সচেতন করা । প্রশাসনের এই উদ্যোগে সাড়া মেলে । বেশ কয়েকজন এগিয়ে আসেন । তাঁদেরই মধ্যে থেকে প্রসেনজিৎ দাস, সাহেব আলি, জহিরুল হক, বাবু হককে কলকাতায় চিকিৎসা পরিষেবা দিতে পাঠানো হয় । আপাতত তাঁরা কলকাতাতেই কাজ করবেন । প্রতিমাসে 15 হাজার টাকা করে পাবেন । তাঁদের থাকা ও খাবারের ব্যবস্থা করবে প্রশাসন ।