কোচবিহার, 16 ডিসেম্বর: হাসপাতালের জানালা দিয়ে পালাতে গিয়ে বিপাকে রোগী ৷ পরে জানলার গ্রিল কেটে উদ্ধার করা হল রোগীকে। শনিবার বিকেলে তুফানগঞ্জ মানসিক হাসপাতালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । জানা গিয়েছে ওই রোগী মানসিক ভারসাম্যহীন ৷ ওই যুবকের নাম সাহেদ আলী । বছর ত্রিশের ওই যুবককে গত 9 সেপ্টেম্বর বকশিরহাট থানার পুলিশের পক্ষ থেকে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল । তারপর থেকেই ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।
জানা গিয়েছে, শনিবার বিকেল চারটা নাগাদ হাসপাতালের এক রোগীর ঘটনাটি প্রথম চোখে পড়ে ৷ দেখেন, মানসিক ভারসাম্যহীন ওই যুবক তিন তলার কার্নিশের বাইরের দিকের জানালার গ্রিল ধরে ঝুলে রয়েছে । ওই যুবককে ভিতরে তলে আসতে বলেন ৷ ওই রোগীই খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে থাকা রোগী ও আত্মীয় পরিজনদের মধ্যে । হাসপাতালের তরফে খবর দেওয়া হয় তুফানগঞ্জ দমকল কেন্দ্রে । খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে তুফানগঞ্জ দমকল কেন্দ্রের কর্মীরা ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ ।