পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 20, 2022, 8:10 PM IST

Updated : May 20, 2022, 8:53 PM IST

ETV Bharat / state

Ankita Adhikary Job Terminated Reaction : পরেশ কন্যা অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের ঘোষণায় খুশি মেখলিগঞ্জ

অঙ্কিতা অধিকারীকে শিক্ষকতার চাকরি থেকে বরখাস্তের ঘোষণায় খুশি কোচবিহারবাসী (Dismiss of Ankita Adhikary from teaching job) ৷ আদালতের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ওই স্কুলের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ ৷

Ankita Adhikary
অঙ্কিতা অধিকারী

কোচবিহার, 20 মে : শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে শিক্ষকতার চাকরি থেকে বরখাস্তের ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন কোচবিহার জেলার বাসিন্দারা (Dismiss of Ankita Adhikary from teaching job) । চাকরিপ্রার্থী থেকে স্থানীয় বাসিন্দা, এমনকী অঙ্কিতা যে স্কুলে চাকরি করতেন সেই স্কুলের ছাত্রীরাও আদালতের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ।

কোচবিহারের এক চাকরিপ্রার্থী শ্রেয়া দে বলেন, "আদালতের এই রায়কে সাধুবাদ জানাই । খুশি একজন চাকরিপ্রার্থী হিসেবে ৷"

অঙ্কিতা অধিকারী যে স্কুলে চাকরি করতেন সেই ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী রেজিনা খাতুন বলেন, "কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠিক । আমরাও চাকরি পাবার জন্য পড়াশোনা করছি কিন্তু পরবর্তীতে যদি চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয় তাহলে তো আমাদেরও চাকরি পাওয়া হবে না ।"

আরও পড়ুন :পরেশ অধিকারী কেন সিবিআই দফতরে হাজিরা দেননি ? আদালত অবমাননার মামলা দায়ের হাইকোর্টে

ওই স্কুলেরই আর এক ছাত্রী আর্জিনা খাতুন বলেন, "কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাই । বড়লোকেরা যদি টাকা দিয়ে চাকরি নেয়, আমাদের মত গরিবের কী অবস্থা হবে ।"

মেখলিগঞ্জের কুচলিবাড়ির বাসিন্দা জুমর আলি ফকির বলেন, "আদালতের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই । পাশাপাশি যোগত্যা না-থাকা সত্ত্বেও যাঁরা চাকরি পেয়ে স্কুলে শিক্ষকতা করছেন সেই সব স্কুলে আমাদের বাড়ির ছোটরা পড়তে গেলে কী শিখবে ?"

তবে কিছুটা হলেও মন খারাপ অঙ্কিতার প্রতিবেশী ওষুধ দোকানের মালিক জয়ন্ত সিংয়ের । এদিন তিনি বলেন, "কোর্টের সিদ্ধান্ত ভাল হয়েছে । তবে অঙ্কিতার জন্য মন ভাল লাগছে না । পাশাপাশি ববিতার জন্য খারাপ লাগছে, যে ওর চাকরি হল না ।"

মেখলিগঞ্জ ইন্দিরা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অমিত দত্ত চৌধুরী বলেন, "এ নিয়ে এখনও আমাদের কাছে কোনও নির্দেশিকা আসেনি । আমি টিভিতে দেখেছি । নির্দেশ এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷"

Last Updated : May 20, 2022, 8:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details