কোচবিহার, 20 মে : শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে শিক্ষকতার চাকরি থেকে বরখাস্তের ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন কোচবিহার জেলার বাসিন্দারা (Dismiss of Ankita Adhikary from teaching job) । চাকরিপ্রার্থী থেকে স্থানীয় বাসিন্দা, এমনকী অঙ্কিতা যে স্কুলে চাকরি করতেন সেই স্কুলের ছাত্রীরাও আদালতের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ।
কোচবিহারের এক চাকরিপ্রার্থী শ্রেয়া দে বলেন, "আদালতের এই রায়কে সাধুবাদ জানাই । খুশি একজন চাকরিপ্রার্থী হিসেবে ৷"
অঙ্কিতা অধিকারী যে স্কুলে চাকরি করতেন সেই ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী রেজিনা খাতুন বলেন, "কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠিক । আমরাও চাকরি পাবার জন্য পড়াশোনা করছি কিন্তু পরবর্তীতে যদি চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয় তাহলে তো আমাদেরও চাকরি পাওয়া হবে না ।"
আরও পড়ুন :পরেশ অধিকারী কেন সিবিআই দফতরে হাজিরা দেননি ? আদালত অবমাননার মামলা দায়ের হাইকোর্টে