কোচবিহার, 13 ডিসেম্বর: ভারত-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যের পরিকাঠামো ও কাজকর্ম খতিয়ে দেখতে বিএসএফ ক্যাম্পে বৈঠক ৷ কোচবিহার সীমান্তে ভারত ও বাংলাদেশ শুল্ক দফতরের বৈঠক অনুষ্ঠিত হয় (Meeting with India Bangladesh customs officers) ৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন ইমিগ্রেশন বিভাগ, কোচবিহার পুলিশ ও বিএসএফের কর্তারা ।
ভারত-বাংলাদেশ সীমান্তের স্থল বন্দরে সম্প্রতি রাজ্য সরকারের তরফে 'সুবিধা ভেহিকেল ফেসিলিয়েশন সিস্টেম' নামে একটি পোর্টাল চালু করা হয়েছে ৷ যার মাধ্যমে অনলাইন পণ্যবাহী ট্রাকের স্লট বুকিং সিস্টেম পদ্ধতি চালু হয়েছে । নতুন অনলাইন পদ্ধতি চালু হওয়ায় পর থেকে বেশ কিছু সমস্যার আভিযোগ ট্রাক মালিক সমিতির তরফে । এছাড়াও পরিকাঠামো-সহ একাধিক কারণে বৈদেশিক বাণিজ্যের কাজে সমস্যা হচ্ছে বলে অনেকদিন থেকে অভিযোগ উঠে আসছে । এদিনের বৈঠকে বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আলোচনা হয় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে । বৈঠক শেষে ভারতের কাস্টমস কমিশনার রঞ্জন খান্না ও কাস্টমস কমিশনার (কলকাতা ডিভিশন) যৌথভাবে জানান, বৈদেশিক বাণিজ্যের কাজ কীভাবে চলছে সেই বিষয়েও এদিন বাংলাদেশের কর্তাদের সঙ্গেও আলোচনা হয়েছে এই বৈঠকে ।