পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Meat Seller Wins 1 Crore Lottery: লটারি জিতে রাতারাতি কোটিপতি শীতলকুচির মাংস বিক্রেতা

মাংস বিক্রেতা থেকে কোটিপতি ৷ তাও কয়েকঘণ্টার মধ্যে ৷ শীতলকুচির মাংস বিক্রেতা মতিয়ার রহমান 30 টাকার লটারির টিকিট কেটে 1 কোটি মূল্যের আর্থিক পুরস্কার জিতেছেন ৷ তবে, সেই টাকা পেয়ে চিন্তাও বেড়েছে তাঁর ৷

Meat Seller Wins 1 Crore Lottery ETV BHARAT
Meat Seller Wins 1 Crore Lottery

By

Published : Jul 13, 2023, 8:03 PM IST

শীতলকুচি, 13 জুলাই: পেশায় মাংসের দোকানি ৷ ব্যবসা করে ভালোই সংসার চালান মাংস বিক্রেতা মতিয়ার রহমান ৷ হাজার হাজার টাকার লেনদেন ব্যবসার স্বার্থে করেছেন ৷ কিন্তু, লক্ষ বা কোটির স্বপ্ন কোনওদিন ভাবেননি ৷ এবার সেটাই বাস্তব হল ৷ লটারির টিকিট কেটে কোটিপতি হলেন কোচবিহারের শীতলকুচির গাদাপোতা গ্রামের বাসিন্দা মাংস বিক্রেতা মতিয়ার রহমান ৷ লটারিতে কোটি টাকা জিতে যেমন খুশি ৷ তেমনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ৷ তাই পুলিশের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন মতিয়ার রহমান ৷

শীতলকুচি ব্লকের গোদাপোতা গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান স্থানীয় বটতলা বাজারে মাংস বিক্রি করেন ৷ তিনি জানিয়েছেন, নেশা না থাকলেও মাঝেমধ্যে লটারি টিকিট কাটেন ৷ তেমনি বুধবার সকালে স্থানীয় এক লটারি বিক্রেতার কাছ থেকে 30 টাকা দিয়ে লটারির টিকিট কিনেছিলেন ৷ গতকাল দুপুরেই ফলপ্রকাশ হয় ৷ সেখানে দেখা যায় মতিয়ার রহমান 1 কোটি টাকার পুরস্কার জিতেছেন ৷ খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা মতিয়ারের দোকান ও বাড়িতে ভিড় করেন ৷

লটারিতে 1 কোটি টাকা জিতে খুশি মতিয়ার রহমান ৷ তবে, এত টাকা নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ তাই পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন মতিয়ার ৷ তবে, এই বিপুল পরিমাণ টাকা পেলেও, আগের মত মাংসের ব্যবসা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি ৷ লটারির টাকাতে প্রয়োজনে ব্যবসা বড় করবেন ৷ কিন্তু, লটারির টাকা হাতে আসার আগেই নিরাপত্তাহীনতায় ভুগছেন মতিয়ার ৷

আরও পড়ুন:লটারি জিতে রাতারাতি কোটিপতি, মা-বাবার চিকিৎসার অভাব ঘুচল পূর্ণচন্দ্রের

তিনি বলেন, ‘‘দোকান বন্ধ করছিলাম ৷ ওই সময় লটারি বিক্রেতা এসে জানায় এক কোটি টাকা পেয়েছি ৷ প্রথমে বিশ্বাস না হলেও, পরে নিজেই নম্বর মিলিয়ে দেখি ঘটনা সত্যিই ৷ এক কোটি টাকা পেয়েছি ৷’’ তবে, এত টাকা দিয়ে কী করবেন সেটা এখনো ভেবে দেখেননি তিনি ৷ এ দিন তিনি বলেন, ‘‘টানাটানির সংসার আমাদের ৷ টাকা দিয়ে কী করব ভাবিনি ৷ তবে, বাড়িঘর ভাঙা ৷ ইচ্ছে আছে বাড়িটা ঠিক করাব ৷ বাকিটা দেখা যাক ৷’’

ABOUT THE AUTHOR

...view details