কোচবিহার, 25 এপ্রিল: কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে তছনছ কোচবিহারের মাথাভাঙা । শুক্রবার গভীর রাতের কালবৈশাখি ঝড় ও বৃষ্টিতে মাথাভাঙা মহকুমায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ মাথাভাঙা শহরের 1, 7 এবং 11 নম্বর ওয়ার্ডে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি ৷ ওই এলাকার বহু ঘরের টিনের চালের উপর উপড়ে পড়েছে বড় বড় গাছ ৷
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মাথাভাঙা, ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি - mathabhanga
মাথাভাঙা শহরের 1, 7 এবং 11 নম্বর ওয়ার্ডে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি ৷ ওই এলাকার বহু ঘরের টিনের চালের উপর উপড়ে পড়েছে বড় বড় গাছ ৷ ঝড়ে বেশ কয়েকজন আহতও হয়েছেন ৷
ঝড়ে বেশ কয়েকজন আহতও হয়েছেন ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়ি ৷ ক্ষতিগ্রস্ত এলাকায় ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে ।
ঝড়ের দাপটে মাথাভাঙা 1 ও 2 নম্বর ব্লকের বহু ঘরের টিনের চাল উড়ে গিয়েছে । এই বিষয়ে মাথাভাঙা 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির নারী ও শিশু সমাজ কল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ কল্যাণী রায় বলেন, "ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনের জন্য একটি টিম পাঠানো হয়েছে বিভিন্ন এলাকায় । গতকাল রাতের হঠাৎ এই ঝড়ে বিধ্বস্ত এলাকা ৷ মানুষের পাশে সবসময় থাকব ।"
মাথাভাঙার BDO সম্বল ঝা জানান, "ক্ষতিগ্রস্ত এলাকায় পরির্দশন করা হচ্ছে । সমস্ত রিপোর্ট পেলে সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।" ইতিমধ্যে ব্লক ও মহকুমা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েছেন ।