পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে বন্ধ রোজগার, খাদ্য সংকটে অস্থায়ী শিবিরের 46 পরিবার

লকডাউনে পকেটে টান । ভরসা সরকারের দেওয়া রেশনের চাল । কিন্তু তাও পর্যাপ্ত নয় । ফলে সমস্যায় পড়েছেন মেখলিগঞ্জের ভোটবাড়ির সাবেক সিটের অস্থায়ী শিবিরের বাসিন্দারা ।

Mekhliganj Enclave Settlement Camp
মেখলিগঞ্জ অস্থায়ী শিবির

By

Published : May 5, 2020, 3:16 PM IST

কোচবিহার, 5 মে : লকডাউনে বন্ধ রোজগার । সরকারের দেওয়া রেশনের চালই একমাত্র ভরসা । কিন্তু তাও পর্যাপ্ত নয় । ফলে সমস্যায় পড়েছেন মেখলিগঞ্জের ভোটবাড়ির সাবেক সিটের অস্থায়ী শিবিরের বাসিন্দারা ।

মেখলিগঞ্জের ওই অস্থায়ী শিবিরে 46 টি পরিবার রয়েছে । তাদের মধ্যে কেউ টোটো চালক, কেউ দিনমজুর । লকডাউনের জেরে এখন ঘরবন্দী সকলেই । ফলে কাজ বন্ধ । বন্ধ হয়ে গেছে রোজগার । সরকারিভাবেও পর্যাপ্ত সাহায্য মিলছে না । ফলে চরম খাদ্য সংকটে পড়েছে এই 46 টি পরিবার ।

ওই অস্থায়ী শিবিরের এক বাসিন্দা বলেন, "লকডাউনে কষ্টে কাটছে দিনগুলি । সামান্য রেশন মিলেছে । কিন্তু কিছুদিন পরই সেসব শেষ । কাজের জন্য কেউ বাইরে যেতে পারছি না ।"

এই বিষয়ে চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পরেশচন্দ্র অধিকারী বলেন, "অস্থায়ী শিবিরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে কর্মহীন হয়ে যাঁরা সমস্যায় পড়েছেন তাঁদের সাহায্য করার সম্পূর্ণ চেষ্টা করব ।"

ABOUT THE AUTHOR

...view details