পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

A Man with Two Women : একসঙ্গে দুই মহিলার সঙ্গে অন্তরঙ্গতা, ধরা পড়তেই বন্দুক উঁচিয়ে তাড়া করল মূর্তিমান - Man caught in an intimate state with two women

দু'দিকে দুই মহিলা । আপত্তিকর অবস্থায় ধরা পড়তেই বন্দুক বের করে প্রাণনাশের হুমকি স্থানীয়দের ৷ ঘটনায় অভিযুক্ত হাফিজুল রহমানকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ (Man caught in an intimate state with two women) ৷

A Man with Two Women News
আপত্তিজনক অবস্থায় মহিলার সঙ্গে ধরা পড়তেই বন্দুক উঁচিয়ে তাড়া

By

Published : Jun 14, 2022, 12:16 PM IST

কোচবিহার, 14 জুন :আগেই সন্দেহ ছিল । তক্কে তক্কে ছিলেন স্থানীয়রা । এদিন এক মহিলাকে বিল্ডিংয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ভিতরে ঢোকেন তাঁরা । তারপরেই দেখেন, দুই মহিলার সঙ্গে আপত্তিজনক অবস্থায় রয়েছে এক ব্যক্তি । অভিযোগ, 'হাতেনাতে' ধরা পড়েই বন্দুক উঁচিয়ে তাঁদের তাড়া করেন হাফিজুল রহমান নামের ওই ব্যক্তি (Man caught in an intimate state with two women)।

হাজরাপাড়ার ওই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগ্নেয়াস্ত্র-সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, ধৃত হাফিজুল রহমানের বাড়ি কোতোয়ালি থানার হাড়িভাঙা এলাকায় ।

আরও পড়ুন :স্কুলের হোয়াটঅ্যাপ গ্রুপে আপত্তিকর ছবি পোস্ট, বহিষ্কার শিক্ষক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি নির্মীয়মান বিল্ডিংয়ে প্রায়ই মদ জুয়ার আসর বসত । নানান অসামাজিক কাজকর্ম হত । অভিযুক্ত ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে ভয় দেখায় বলে অভিযোগ । এমনকী স্থানীয়দের প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় । ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details