পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেয়েকে ধর্ষণের দায়ে 15 বছরের কারাদণ্ড - কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবাকে কারাদণ্ড

নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে ব্যক্তিকে 15 বছরের কারাদণ্ড ৷ কোচবিহারের অতিরিক্ত জেলা দায়রা বিচারক (স্পেশাল কোর্ট) মধুছন্দা বোস দোষীসাব্যস্তকে এই সাজা দেন ।

15 years imprisonment of a person for physical harassment of his own daughter
প্রতীকী ছবি

By

Published : Dec 3, 2019, 6:08 PM IST

কোচবিহার, 3 ডিসেম্বর : নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে 15 বছরের কারাদণ্ড দিল আদালত । মঙ্গলবার কোচবিহারের অতিরিক্ত জেলা দায়রা বিচারক (স্পেশাল কোর্ট) মধুছন্দা বোস দোষীসাব্যস্তকে এই সাজা দেন ।

কোচবিহার থানা এলাকায় ঠাকুমা-ঠাকুরদার সঙ্গে থাকে ওই কিশোরী ৷ তার মা পরিবার ছেড়ে চলে গেছে ৷ অভিযোগ, দিনের পর দিন তার বাবা তাকে ধর্ষণ করে ৷ শেষমেশ সহ্য করতে না পারে সে একদিন তার কাকিমাকে গোটা বিষয়টি জানায় ৷ কিন্তু লোকলজ্জার ভয়ে কাকিমাও বিষয়টি চেপে যান । এরপর বাবার অত্যাচার সহ্য করতে না পেরে 2018 সালের জুনে ওই কিশোরী বাড়ি ছেড়ে বেরিয়ে যায় । ট্রেনে করে NGP স্টেশনে পৌঁছায় ৷ সেখানে তাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন এক ব্যক্তি (পেশায় রিকশাচালক) ৷ তাঁর সন্দেহ হয় ৷ তিনি ওই কিশোরীর সঙ্গে কথা বলে GRP-র সঙ্গে যোগাযোগ করেন । এরপর GRP তার বাড়িতে যোগাযোগ করলে ওই কিশোরীর কাকা NGP থেকে তাকে কোচবিহারে নিয়ে আসেন । কিন্তু কোচবিহার বাসস্ট্যান্ড থেকে তাকে বাড়িতে নিয়ে যেতে চাইলে সে চিৎকার চেঁচামেচি শুরু করে । স্থানীয়দের সহযোগিতায় তাকে থানায় নিয়ে যাওয়া হয় ৷

সেখানে ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে তার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ । প্রায় দেড় বছর ধরে মামলা চলে ৷ গতকাল বিশেষ আদালত অভিযুক্তকে দোষীসাব্যস্ত করে । আজ দোষীসাব্যস্ত ব্যক্তির 15 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন বিচারক ৷ এ ছাড়া কুড়ি হাজার টাকা জরিমানা করা হয় । অনাদায়ে আরও দু'বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয় । মামলার সরকারি আইনজীবী শিবেন রস্য জানিয়েছেন, দেড় বছর মামলা চলার পর আজ বিচারক এই সাজা ঘোষণা করেন ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details