কোচবিহার, 1 নভেম্বর : মৃতদেহ দাহ করে ফেরার পথে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি । আজ সন্ধেয় কোচবিহারের সাগরদিঘিতে ঘটনাটি ঘটেছে।
শ্মশান থেকে ফেরার পথে সাগরদিঘিতে স্নানে নেমে মৃত ব্যক্তি - কোচবিহার
শ্মশান থেকে ফেরার পথে সাগরদিঘিতে স্নান করতে নামেন ওই ব্যক্তি । তখনই তিনি তলিয়ে যান বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ।
![শ্মশান থেকে ফেরার পথে সাগরদিঘিতে স্নানে নেমে মৃত ব্যক্তি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:11:17:1604238077-wb-crb-03-drowning-rtu-7205341-01112020185003-0111f-1604236803-656.jpg)
ওই ব্যক্তির নাম সুশান্ত শীল । বাড়ি গুড়িয়াহাটি-2 গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দর কলোনি এলাকায় । স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, স্থানীয় এক মহিলার দেহ সৎকার করতে পিলখানা এলাকায় মহাশ্মশানে গেছিলেন তিনি । শ্মশান থেকে বন্ধুদের সঙ্গে ফিরে সাগরদিঘিতে স্নান করতে নামেন সুশান্ত । তবে বাকিরা স্নান করে বাড়ি ফিরে গেলেও সুশান্ত যে উপরে ওঠেনি সেটা কেউ খেয়াল করেননি । পরে তাঁঁরা বিষয়টি লক্ষ্য করে পুনরায় সাগরদিঘিতে এসে খোঁজাখুঁজি করেন ।
খবর পেয়ে আসে সিভিল ডিফেন্সের লোকজন । তাঁরা তল্লাশি চালান । সাগরদিঘি থেকে দেহ উদ্ধার হয় । পুলিশ দেহটি উদ্ধার করে কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ।