পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রাথমিকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, নেতার বাড়ির সামনে অনশন - কোচবিহার

প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠল এক নেতার বিরুদ্ধে । টাকা ফেরতের দাবিতে মাথাভাঙা-1 ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের ওই নেতার বাড়ির সামনে অনশনে বসেন চাকরিপ্রার্থীরা ।

চলছে অবরোধ

By

Published : Jul 15, 2019, 10:31 AM IST

কোচবিহার, 15 জুলাই : কারও কাছ থেকে তিন লাখ । কারও কাছ থেকে পাঁচ লাখ টাকা । এভাবেই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠল মাথাভাঙার এক নেতার বিরুদ্ধে । টাকা ফেরতের দাবিতে মাথাভাঙা-1 ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের ওই নেতার বাড়ির সামনে অনশনে বসেন চাকরিপ্রার্থীরা । অসুস্থ হয়ে পড়ে এক শিশু সহ দু'জন । শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত ও অনশনকারীদের আটক করেছে মাথাভাঙা থানার পুলিশ ।

টাকা দিলেই মিলবে প্রাথমিক শিক্ষকের চাকরি । অভিযোগ, এই প্রতিশ্রুতি দিয়ে এলাকার দাপুটে নেতা শৈলেন বর্মণ একাধিক ব্যক্তির কাছ থেকে তুলেছেন লাখ লাখ টাকা । দিনবন্ধু বর্মণ, কমল রায় পাখাধরা, মিঠুন বর্মণ, প্রশান্ত বর্মণ ও হরকুমার বর্মণদের দাবি, তাঁদের কেউ দিয়েছেন তিন লাখ টাকা, কেউ দিয়েছেন পাঁচ লাখ টাকা । দফায় দফায় টাকা দিলেও মেলেনি চাকরি । গতকাল সেই টাকা ফেরতের দাবিতে অভিযুক্তের বাড়ির সামনে ধরনায় বসেন প্রতারিত পাঁচ চাকরিপ্রার্থী ও তাঁদের পরিবার ।

অভিযুক্ত শৈলেশ এলাকার দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত ছিল । লোকসভা নির্বাচনের আগে সে BJP-তে যোগ দেয় । অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে যে টাকা তুলেছিল, সেই টাকার কিছু অংশ নিজের কাছে রেখে বাকিটা দলের উপর মহলে পাঠাত সে । স্থানীয়দের অনেকের অভিযোগ, প্রতারণার অভিযোগ থেকে বাঁচতেই দল বদল করেছে শৈলেশ । এদিকে, ঘটনাস্থানে গিয়ে গতরাতেই অনশন তুলে দেয় পুলিশ । অনশনকারী ও অভিযুক্তদের আটক করেছে মাথাভাঙা থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details