কোচবিহার, 4 জুলাই: পারিবারিক বিবাদের জেরে দাদাকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে । ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরেক ভাই । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের ছোট আঠারোকোটা গ্রামে । মৃতের নাম জব্বার মিয়া (38)। আরেক ভাই রহমত আলি গুরুতর জখম অবস্থায় কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল । ওই জমি নিয়ে এ দিন সকালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । তার জেরে মৃত্যু হয় জব্বার মিয়ার ।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে অভিযুক্ত পসিরউদ্দিন মিয়া জমিতে চাষ করতে যান । অভিযোগ, চাষে বাধা দেন অন্য ভাইয়েরা । সেই সময় পসিরউদ্দিন মিয়া ধারালো অস্ত্র দিয়ে রহমত আলি ও জব্বার মিয়ার ওপর হামলা চালান । ঘটনাস্থলেই মৃত্যু হয় জব্বারের । গুরুতর জখম হন রহমত আলি । তাঁকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় । ঘটনার পর এলাকায় আসেন কোতোয়ালি থানার আইসি অমিতাভ দাস-সহ অন্যান্য পুলিশকর্মীরা ।