চান্দামারি (কোচবিহার), 26 জুন: পঞ্চায়েত নির্বাচনের প্রচারের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্র সফরকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, দেশের টাকা নষ্ট করে নেতা হতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷
প্রসঙ্গত, আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ সেই ভোটের প্রচার সোমবার থেকে শুরু করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন কোচবিহারের চান্দামারি প্রাণনাথ হাইস্কুলের মাঠে জনসভা করে তিনি প্রচার শুরু করেন ৷ জনসভার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে নিশানা করেন ৷ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন ৷ কেন্দ্রীয় প্রকল্পগুলির টাকা বিজেপি আটকে রেখেছে বলেও দাবি করেন তিনি ৷
এই অভিযোগগুলি করতে করতেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রসঙ্গ টেনে আনেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওরা আমেরিকায় গিয়ে সরকারের টাকা দিয়ে, টাকা লস করে 24 হাজার ইউএস ডলার না বিলিয়ন ডলার আছে নষ্ট করে আমেরিকায় গিয়েছে সন্তুষ্ট করতে ৷ মোদিবাবু নেতা হবেন ৷’’
আরও পড়ুন:ভারত-মার্কিন সম্পর্কের নয়া যুগ শুরু হয়েছে, আমেরিকা ছাড়ার আগে মন্তব্য মোদির