কোচবিহার, 26 জুন: সীমান্তে যারা গুলি করবে, তাদের বিরুদ্ধেও এফআইআর হবে । কোচবিহারের সভা থেকে এ ভাবেই সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি এ দিন তিনি নাম না করে তীব্র আক্রমণ শানান কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের দিকে ৷ মমতার কথায়, বিজেপির মন্ত্রী খুন করে ঘুরে বেড়ায় ৷ এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন না ৷
সোমবার কোচবিহার এক নম্বর ব্লকের চান্দামারী গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাণনাথ হাইস্কুলের ময়দানে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেখানেই ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলিতে মৃত্যুর ঘটনা নিয়ে সরব হন তিনি ৷ বলেন, "কোচবিহারকে আমি খুব ভালোবাসি ৷ আপনাদের ছেলে-মেয়েদের গুলি করে মারে ৷ শুধু বর্ডারে গুলি চালায় । আমি পুলিশকে বলেছি, লক্ষ্য রাখবেন, কেউ যদি গুলি চালায়, তাহলে তার বিরুদ্ধে যেন অ্যাকশন হয় । এফআইআর হবে এবং সরকার ব্যবস্থা নেবে । কারণ গুলি করে মারার অধিকার কারও নেই।" এ প্রসঙ্গেই নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিককে একহাত নেন মুখ্যমন্ত্রী ৷
তিনি বলেন, "সবচেয়ে বড় দস্যু-ডাকাত, বিজেপির মন্ত্রী খুন করে বেড়ায় ৷ আর তাঁর বিরুদ্ধে কোনও মামলা হয় না ৷ একটা হোম মিনিস্টার কখনও গুন্ডা হতে পারে না ৷ পঞ্চায়েতে বিএসএফ-এর গুলি খাচ্ছে, উনি আফ্রিকা ঘুরে বেড়াচ্ছেন ৷ আফ্রিকা ঘুরে এসে 100 জনের কনভয় নিয়ে ঢুকে যাবেন ৷ নির্বাচনের নিয়মে কিন্তু এটার অনুমতি নেই ৷"
মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করে আরও বলেন, "কোচবিহার জেলাতেও 65 হাজার মেয়েদের রূপশ্রী দিয়েছি । 1 কোটি 92 লক্ষ লক্ষ্মীর ভান্ডার দিয়েছি । আমরা লক্ষ্মীর ভান্ডার দেব বলেছিলাম, দিয়েছি । এখন বিজেপি বলছে, সরকারে এলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেবে ।"