পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Attacks Modi Govt : শেষ জীবনে অসম্মানিত হয়েছেন সন্ধ্যা, পদ্মশ্রী ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী - শেষ জীবনে অসম্মানিত হয়েছেন সন্ধ্যা

বুধবার কোচবিহারে বীর চিলা রায়ের জন্মদিবসের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee at Cooch Behar) ৷ সেখানে সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে হওয়া পদ্মশ্রী বিতর্ককে সামনে রেখে কেন্দ্রের মোদি সরকারকে নাম না-করে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী (Mamata Attacks Modi Govt on Sandhya Mukherjee Padma Shri Controversy) ৷

mamata attacks modi govt on sandhya mukherjee padma shri controversy
Mamata Attacks Modi Govt : শেষ জীবনে অসম্মানিত হয়েছেন সন্ধ্যা, পদ্মশ্রী ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী

By

Published : Feb 16, 2022, 2:14 PM IST

Updated : Feb 16, 2022, 7:42 PM IST

কোচবিহার, 16 ফেব্রুয়ারি : বীর চিলা রায়ের জন্মদিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে মোদি সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Attacks Modi Govt) ৷ সদ্য প্রয়াত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এনে তিনি কটাক্ষ করেছেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে (Mamata Attacks Modi Govt on Sandhya Mukherjee Padma Shri Controversy) ৷

তাঁর বক্তব্য, ‘‘জীবনের শেষ বয়সে তিনি (সন্ধ্যা মুখোপাধ্যায়) একটা ধাক্কা খেয়েছেন ৷ তিনি অসম্মানিত বোধ করেছেন ৷ আমরা তাঁর জন্য ব্যথিত, শোকাহত, মর্মাহত ৷’’

মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ আজ, তাঁর শেষকৃত্য ৷ কোচবিহারের অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পর সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য হবে ৷ এদিনের অনুষ্ঠানে সেই কথাও জানান মুখ্যমন্ত্রী ৷

তিনি বলেন, ‘‘আপনি হয়তো আরেকটু থাকতে পারতাম ৷ কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গিয়েছেন ৷ আমি এখান থেকে যাওয়ার পর তাঁর অন্ত্যেষ্টি হবে ৷’’

তাঁর বক্তৃতার একেবারে শুরুতেই তিনি এই কথা বলেন ৷ পরে শেষের দিকে আবার এই প্রসঙ্গ তোলেন ৷ তখনই তিনি নাম না করে মোদি সরকারকে তোপ দাগেন ৷ তিনি বলেন, ‘‘সন্ধ্যাদি আমার প্রিয় মানুষ ৷ ওঁকে ভারতরত্ন বললে ভুল হবে না ৷’’

শেষ জীবনে অসম্মানিত হয়েছেন সন্ধ্যা, পদ্মশ্রী ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী

এখানে উল্লেখ করা প্রয়োজন যে কয়েকদিন আগে ভারত সরকারের তরফে পদ্ম-সম্মান ঘোষণা করা হয় ৷ সেখানে সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের নাম পদ্মশ্রীর তালিকায় রাখার বিষয়ে বিবেচনা করা হয় ৷ কিন্তু সরকারি সেই প্রস্তাব ফিরিয়ে দেন সন্ধ্যা ৷

তাঁর মতো নবতিপর কিংবদন্তিকে কেন পদ্মশ্রী দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলে অনেকে সরব হন ৷ সেই প্রশ্ন স্বয়ং মমতাও তুলেছিলেন ৷ এদিনও সেই একই কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে ৷ তিনি বলেন, ‘‘সারা জীবন হয়তো কিছুই পাননি ৷ কিন্তু মানুষের যে ভালোবাসা তা কখনও একটা পদ্মশ্রী, বা একটা হতশ্রীতে হয় না ৷’’

এটা বলে যে কোনওভাবে তিনি পদ্ম সম্মানকে ছোট করতে চান না, সেটাও এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘পদ্মশ্রী একটা সম্মানের ৷ হতশ্রী বিপরীত শব্দ, আমরা ব্যবহার করি ৷ কিন্তু হতশ্রী আর পদ্মশ্রী এক নয় ৷ পদ্মশ্রী নিশ্চয় সম্মানের ৷’’

কিন্তু তাঁর মতে, ‘‘তার (পদ্মশ্রী) উপরে আরও দু-তিনটে পুরস্কার রয়েছে ৷ সেই পুরস্কারগুলো তাঁর (সন্ধ্যা) অনেকদিনে আগে প্রাপ্য ছিল ৷ আজকে নয় ৷’’ সেই কারণেই সন্ধ্যা শেষ জীবনে ধাক্কা খান বলেই ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর ৷

এদিকে এদিন সকালে মুম্বইয়ে আরেক কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ি মারা গিয়েছেন ৷ তাঁর প্রয়াণ নিয়েও শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন :Mamata Reaction on Sandhya Mukherjee Demise : সন্ধ্যা মুখোপাধ্যায়ও ভারতরত্ন, গীতশ্রীর প্রয়াণে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

Last Updated : Feb 16, 2022, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details