পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ BJP-র - মধুপুর গ্রাম পঞ্চায়েত

অভিযোগ, মধুপুর পঞ্চায়েতের প্রধান যোগেশ বর্মণ চাকরির প্রতিশ্রুতি দিয়ে আলিপুরদুয়ারের তপসিখাতা-সহ বিভিন্ন এলাকার 5 যুবকের থেকে 40 লাখ টাকা নেন ৷ কিন্তু সেই যুবকদের একজনেরও চাকরি হয়নি ।

Madhupur Panchayat Pradhan
চাকরি দেওয়ার নামে প্রতারনার অভিযোগ মধুপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে

By

Published : Dec 2, 2019, 9:43 PM IST

কোচবিহার, 2 ডিসেম্বর: চাকরির প্রতিশ্রুতি দিয়ে 40 লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস পরিচালিত মধুপুর পঞ্চায়েতের প্রধান যোগেশ বর্মণের বিরুদ্ধে ৷ সেই টাকা ফেরত চাইতে গেলে 5 যুবককে পুলিশের হাতে তুলে দেন প্রধান । তাঁকে গ্রেপ্তারের দাবিতে সোমবার বিকেলে পুণ্ডিবাড়ি থানায় বিক্ষোভ দেখায় BJP ।


BJP-র কোচবিহার জেলা সহ-সভাপতি সুকুমার রায়ের অভিযোগ, মধুপুর পঞ্চায়েতের প্রধান যোগেশ বর্মণ চাকরির প্রতিশ্রুতি দিয়ে আলিপুরদুয়ারের তপসিখাতা-সহ বিভিন্ন এলাকার 5 যুবকের থেকে 40 লাখ টাকা নেন ৷ কিন্তু সেই যুবকদের একজনেরও চাকরি হয়নি । সম্প্রতি তাঁদের স্বাস্থ্য দপ্তরের নিয়োগপত্র দেওয়া হলেও পরে দেখা যায় সেই নিয়োগপত্র ভুয়ো ৷ এরপর ওই যুবকরা প্রধানের বাড়িতে গেলে তিনি আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেন ও পুলিশের হাতে তুলে দেন ।"

চাকরি দেওয়ার নামে প্রতারনার অভিযোগ মধুপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে


অভিযুক্ত পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তারের দাবিতে পুণ্ডিবাড়ি থানায় আজ বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন দেয় BJP । যদিও অভিযুক্ত প্রধানের দাবি, তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত । ঘটনার তদন্ত শুরু করেছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details