কোচবিহার, 23 অগাস্ট : কোরোনা পরিস্থিতিতেই আগামীকাল খুলছে কোচবিহারের মদনমোহন মন্দির । দেবত্ব ট্রাস্টের অধীনে থাকা আরও 20 টি মন্দিরও ভক্তদের জন্য খুলে দেওয়া হবে । তবে মন্দিরে ভক্তদের প্রবেশের জন্য কিছু বিধিনিষেধ থাকছে । স্যানিটাইজ়েশন আবশ্যক ।
সংক্রমণ রুখতে রাজ্যের অন্যান্য মন্দিরের পাশাপাশি মার্চের শেষের দিকে বন্ধ করে দেওয়া হয় কোচবিহারের মদনমোহন মন্দিরও । পরে আনলক শুরু হলে 9 জুলাই মন্দির খোলা হয় । সে সময় উত্তরবঙ্গে তুলনামূলকভাবে কম ছিল সংক্রমণের পরিমাণ । কিন্তু আবারও জুলাইয়ের মাঝের দিকে সংক্রমণ বাড়তে থাকায় মন্দির বন্ধ করে দেওয়া হয় । মাস দেড়েক বন্ধ থাকার পর আগামীকাল নতুন করে মন্দির খুলছে ভক্তদের জন্য ।