পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মঙ্গলবার মদের দোকান খুলতেই লম্বা লাইন কোচবিহারে - Long queues in liquor shops of Coochbehar

রাজ‍্যের অন‍্য জেলাগুলিতে সোমবার খুললেও কোচবিহারে মঙ্গলবার সকালে খুলল মদের দোকান। ভিড় হলেও লাইনে সামাজিক দূরত্ব মানলেন গ্রাহকরা।

Long queues in liquor shops of Coochbehar
কোচবিহার

By

Published : May 5, 2020, 4:36 PM IST

Updated : May 5, 2020, 4:41 PM IST

কোচবিহার, 5 মে: মঙ্গলবার সকালে মদের দোকান খুলতেই লম্বা লাইন দেখা গেল কোচবিহারে। আজ মদের দোকানগুলির বাড়তি ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের ব্যবস্থা করে জেলা প্রশাসন। তবে, সামাজিক দূরত্ব মেনেই মদ কিনতে দেখা গেল গ্রাহকদের।

কোরোনার প্রকোপে চলছে লকডাউন। লকডাউন অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া যাবতীয় দোকান বন্ধ ছিল এতদিন। বন্ধ ছিল মদের দোকানও। তৃতীয় দফার লকডাউনে নির্দিষ্ট সময়ের জন্য মদের দোকান খোলায় ছাড় দিয়েছে কেন্দ্র। গতকাল দুপুর 12 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত মদের দোকান খোলা থাকার কথা বলা হয়েছিল। পরে মৌখিকভাবে রিটেইলারদের জানিয়ে দেওয়া হয় 12 টায় নয়, দোকান খোলা হবে তিনটে থেকে। এদিকে মদের দোকান খোলা হবে জানার পরেই গতকাল সকাল থেকে কলকাতা সহ গোটা রাজ্যের মদের দোকানের সামনে ভিড় করে সুরাপ্রেমীরা। দীর্ঘ লাইনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সামাজিক দূরত্ব শিকেয় ওঠে। বহু ক্ষেত্রে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।

হুড়োহুড়ির জেরে বেশ কিছু দোকান খুলেও বন্ধ হয়ে যায়। এদিকে, রাজ‍্যের অন‍্যান‍্য জেলায় সোমবারেই মদের দোকান খুললেও কোচবিহারে মঙ্গলবার সকালে খোলে মদের দোকানগুলি। আজ দুপুর 12টা থেকে মদের দোকান খোলার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে সকাল 7 টা থেকেই দোকানগুলির সামনে লাইন দিতে শুরু করেন গ্রাহকরা। দুপুরে নির্দিষ্ট সময় মদের দোকান খুলতেই গ্রাহকদের ভিড় উপচে পড়ে। হুড়োহুড়ি পড়ে যায়।

তবে, গতকাল রাজ্যের বাকি জেলার পরিস্থিতি দেখে আজ ভিড় সামলাতে মদের দোকানের সামনে অতিরিক্ত পুলিশের বন্দোবস্ত করেছিল প্রশাসন। ফলে ভিড় হলেও তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় জেলা পুলিশ। মঙ্গলবার সামাজিক দূরত্ব মেনেই কোচবিহারে গ্রাহকরা মদ কেনেন।

Last Updated : May 5, 2020, 4:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details