পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 5 মামলার শুনানি মাথাভাঙা মহকুমা আদালতে

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 16 মার্চ থেকে কলকাতা হাইকোর্টসহ রাজ্যের সমস্ত আদালতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুধুমাত্র জরুরিভিত্তিক মামলাগুলিরই শুনানি করা হচ্ছে । কলকাতা হাইকোর্টসহ রাজ্যের সব আদালতের স্বাভাবিক কাজকর্ম 15 মে পর্যন্ত বাতিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতিও ।

ছবি
ছবি

By

Published : May 3, 2020, 9:12 AM IST

কোচবিহার, 3 মে : কোরোনা সংক্রমণ রুখতে বন্ধ প্রায় সমস্ত অফিস । বন্ধ আদালতও । অতি প্রয়োজনীয় মামলার শুনানিসহ বাকি কাজ হচ্ছে অনলাইনেই । বিভিন্ন অ্যাপের মাধ্যমে ভিডিয়ো কনফারেন্সে চলছে কাজ । গতকাল কোচবিহারের মাথাভাঙা মহকুমা আদালতেও পাঁচটি মামলার শুনানি হল ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে । এমন প্যানডেমিক পরিস্থিতিতে এভাবে কাজ হওয়ায় খুশি আইনজীবীরাও ।

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 16 মার্চ থেকে কলকাতা হাইকোর্টসহ রাজ্যের সমস্ত আদালতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুধুমাত্র জরুরিভিত্তিক মামলাগুলিরই শুনানি করা হচ্ছে । কলকাতা হাইকোর্টসহ রাজ্যের সব আদালতের স্বাভাবিক কাজকর্ম 15 মে পর্যন্ত বাতিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতিও । কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল রাই চট্রোপাধ্যায় একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, কোরোনা সংক্রমণের ঘটনা এরাজ্যে প্রতিদিন যেভাবে বাড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক । সেই কথা মাথায় রেখেই আপাতত 15 মে পর্যন্ত রাজ্যের সমস্ত আদালতের কাজকর্ম বাতিল করা হচ্ছে । এরপর শুধুমাত্র জরুরি মামলাগুলিরই শুনানি হচ্ছে ভিডিয়ো কনফারেন্সে ।

গতকাল কোচবিহারের মহকুমা আদালতে পাঁচটি মামলার শুনানির আবেদন করা হয় । যার প্রত্যেকটিই হয় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে । এবিষয়ে মাথাভাঙা মহকুমা আদালতের অতিরিক্ত সরকারি আইনজীবী রবীন্দ্রনাথ রায়বসুনিয়া জানান, আইনজীবীরা নিজেদের চেম্বারে বসে বিচারকের কাছে তাঁদের বক্তব্য তুলে ধরেন । তার পরিপেক্ষিতে রায় দেন বিচারক । এমনভাবে মামলার শুনানি কর্মজীবনে এই প্রথম ।

ABOUT THE AUTHOR

...view details