তুফানগঞ্জ, 16 এপ্রিল : কয়েক মাস আগে অসমের গুয়াহাটিতে কাজে গিয়েছিলেন তাঁরা । এর মাঝেই কোরোনা সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা হয় দেশে । বন্ধ হয়ে যায় সমস্ত পরিবহন পরিষেবা । তাই বাড়ি ফিরতে গিয়ে সমস্যায় পড়েন কোচবিহারের তুফানগঞ্জের কয়েকজন শ্রমিক । ভেবেছিলেন, লকডাউন উঠলে বাড়ি ফিরবেন । কিন্তু লকডাউনের সময়সীমা আবার বেড়ে যাওয়ায় সে আশাও পূরণ হয়নি । তাই আর সাত পাঁচ না ভেবে সাইকেলে রওনা দেন তিন শ্রমিক । 32 ঘণ্টা সাইকেল চালিয়ে শেষে গতকাল সন্ধ্যায় বাড়ি পৌঁছান তাঁরা । আপাতত কোয়ারান্টাইনে রাখা হয়েছে তাঁদের ।
লকডাউনের জেরে একাধিক জায়গায় আটকে ভিনরাজ্যের শ্রমিকরা । কোথাও রাজ্য সরকার পদক্ষেপ করে কয়েকজনকে নিজেদের রাজ্যে ফিরিয়েছে । কোথাও বা এখনও আটকে থাকার জেরে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা । ইতিমধ্যেই প্রত্যেককে বাড়ি ফেরাতে নানা পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার । এর মাঝেই সাইকেলে অসম থেকে কোচবিহারের তুফানগঞ্জে নিজেদের বাড়ি ফিরলেন তিন শ্রমিক ।