পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন : কোচবিহারের সীমান্ত এলাকা পরিদর্শনে রবীন্দ্রনাথ ঘোষ

ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত কোচবিহারের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কলসি গ্রাম । বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামের মূল রাস্তার কাঁটাতারের গেট । সমস্যায় রয়েছেন বাসিন্দারা ।

coochbehar
কেচবিহার

By

Published : Apr 14, 2020, 1:10 PM IST

কোচবিহার, 14 এপ্রিল : লকডাউনের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্ত । ফলে, সমস্য়ায় পড়েছেন সীমান্ত সংলগ্ন কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কলসি গ্রামের বাসিন্দারা । নিত্য প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য তাঁরা আর ভারতের ভূখণ্ডে আসতে পারছেন না। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের সমস্যা সরজমিনে খতিয়ে দেখতে গতকাল কলসি গ্রাম পরিদর্শনে আসেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।

কোরোনা সংক্রমণের জেরে বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা । পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতেও কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন । ইতিমধ্যে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কলসি গ্রামের কাঁটাতারের গেট বন্ধ করে দিয়েছে BSF ৷ কিন্তু তিন দিক বেড়া দিয়ে ঘেরা কলসি গ্রামের মূল রাস্তায় BSF নিয়ন্ত্রিত কাঁটাতারের গেট বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা । অত্যাবশ্যকীয় পণ্য তথা খাদ্যসামগ্রী ,ওষুধপত্র কিনতে পারছেন না তাঁরা । আসতে পারছেন না ভারতের ভূখণ্ডে । এরপরই স্থানীয় জনপ্রতিনিধি , ব্লক প্রশাসন এবং BSF কর্তৃপক্ষের দ্বারস্থ হন বাসিন্দারা । কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি বলে দাবি বাসিন্দাদের ।

এবিষয়ে কলসি গ্রামের পঞ্চায়েত সদস্য আবদুল মজিদ বলেন, "তিনদিক কাঁটাতার দিয়ে ঘেরা এই কলসি গ্রাম । গেট পুরো বন্ধ করে রাখা হয়েছে। BSF-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গ্রামের মানুষ অন্যদিনগুলির মতো আর সীমান্তের গেট দিয়ে যাতায়াত করতে পারবেন না। তাই বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন বাসিন্দারা।"

গতকাল বিষয়টি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে আসেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷ কথা বলেন, গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ৷ আলোচনা করেন BSF কর্তাদের সঙ্গে ৷ রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "গ্রামবাসীদের যাতে কোনও সমস্যা না হয়, সে ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে । বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে । দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে ।"

ABOUT THE AUTHOR

...view details