কোচবিহার , 18 জুলাই : স্বাধীনতা দিবসে তোলা হয়নি জাতীয় পতাকা ৷ তাই স্কুলের গেটে তালা ঝোলাল পড়ুয়া ও অভিভাবকরা ৷ ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের দ্বারিকামারি চতুর্থ পর্যায় প্রাথমিক স্কুলের ৷
এই সংক্রান্ত আরও খবর : 18 অগাস্ট মালদায় প্রথম উড়েছিল স্বাধীন ভারতের তেরঙ্গা
অভিযোগ, স্কুলে সঠিক সময়ে আসেন না তিন শিক্ষক ৷ বেলা বারোটার আগে তাঁদের স্কুলে দেখা যায় না ৷ একাধিকবার বলেও কাজ হয়নি ৷ 15 অগাস্ট ছাত্র-ছাত্রীরা এলেও আসেননি শিক্ষকরা ৷ যে কারণে জাতীয় পতাকা উত্তোলন করা যায়নি ৷ তাই গতকাল স্কুলের গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায় পড়ুয়া, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা । বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ঘোকসারডাঙা থানার পুলিশ ।
নিমাই চৌধুরি ,অশোক সরকার ,স্বপন বর্মণের মতো অভিভাবকরা বলেন, "তিন জন শিক্ষক রয়েছেন৷ কিন্তু তাঁরা সঠিক সময়ে স্কুলে আসেন না ৷ এমনকী স্কুলে এলেও ক্লাস না নিয়ে দোকানে সময় কাটান । 15ই অগাস্টে জাতীয় পতাকাই উত্তোলন করলেন না ৷ " তাঁদের বক্তব্য, এমন শিক্ষক প্রয়োজন নেই ৷ তাই স্কুলে তালা লাগানো হয়েছে ৷
ওই ঘটনায় মাথাভাঙা 4 নম্বর সার্কেলের বিদ্যালয় পরিদর্শক জয়ন্ত অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "শুনেছি বিষয়টি ৷ যা হয়েছে ঠিক হয়নি ৷ সোমবার DI অফিসে জরুরি মিটিং থাকায় আগামী মঙ্গলবার সেখানে যাব ৷ বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব ।"