কোচবিহার , 17 মে : সীমান্তে কাঁটাতারের ওপারে পাট ও ভুট্টা চাষে বাধা দেওয়া হয় ৷ হয়রানির প্রতিবাদে তুফানগঞ্জ ব্লকের ঘোনাপাড়া বিওপির সামনে পথ অবরোধ করেন সীমান্ত এলাকার বাসিন্দারা(Tufanganj Locals Road Block)। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।
আন্দোলনকারীদের অভিযোগ, গত কয়েকবছর ধরেই সীমান্ত এলাকায় কাঁটাতারের ওপারে পাট ও ভুট্টা চাষে বাধা দিচ্ছে বিএসএফ । ফলে সীমান্ত এলাকার বাসিন্দারা পাটচাষ করতে পারেনি । আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে । তাছাড়া মাঝেমধ্যে বিভিন্ন অজুহাতে সীমান্ত এলাকার বাসিন্দাদের হয়রানি করে বিএসএফ । মারধরও করা হয় । এইসব ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পথ অবরোধ করা হয় । খবর পেয়ে পুলিশ ও বিএসএফ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে । যদিও বিএসএফের পালটা দাবি, কাঁটাতারের ওপারে পাট ও ভুট্টা চাষ করলে গাছগুলি লম্বা হওয়ার ফলে সীমান্ত এলাকায় নজরদারি চালাতে অসুবিধা হয় । আর এই সুযোগে পাচারকারীরা পাচারকার্য চালায় ।