পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pancahyat Elections 2023: নির্বাচন মিটলেও রাস্তা হয়নি, পঞ্চায়েত ভোট বয়কটের ডাক রায়গঞ্জে​ - রাস্তা দীর্ঘদিন থেকেই বেহাল

ভোট আসে, ভোট যায় ৷ কোনও নেতা কথা রাখেন না ৷ ভোটের আগে সব দলেই প্রার্থীরা এসে প্রতিশ্রুতি দেন পাকা রাস্তা হয়ে যাবে ৷ পরে ভোট মিটে গেলে তাদের দেখা যায় না ৷ তাই আগে রাস্তা তৈরি করে দিতে হবে ৷ নাহলে এবার ভোট দিতে যাবেন না রায়গঞ্জের শহর সংলগ্ন এলাকার বাসিন্দারা ৷

ETV Bharat
ভোট বয়কট

By

Published : Jul 2, 2023, 2:30 PM IST

রায়গঞ্জের শহরতলিতে রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছে এলাকাবাসী

রায়গঞ্জ, 2 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছে এলাকাবাসী ৷ ভোট আসে, ভোট যায় ৷ নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে রাস্তা পাকা করে দেওয়ার কথা দিয়ে যান ৷ তবে ভোট মিটে গেলে তার কোনও সমাধান হয় না ৷ তাই এবার আগে রাস্তা হবে তারপর ভোট দেবেন রায়গঞ্জ শহর সংলগ্ন গ্রামাঞ্চলের বাসিন্দারা ৷ ঘটনাস্থল রায়গঞ্জ ব্লকের মারাইকুরা গ্রামপঞ্চায়েতের সুভাষগঞ্জের কোতগ্রামের দাসপাড়া এলাকা ৷

এলাকাবাসীর অভিযোগ, এর আগে বিধায়ক কৃষ্ণ কল্যাণী এসে রাস্তার পরিস্থিতি দেখে গিয়েছেন ৷ তিনি কথা দিয়েছিলেন, পাকা রাস্তা তৈরি করে দেবেন ৷ এলাকার বাসিন্দা বিদ্যুৎ দাস জানান, ভোট মিটে যাওয়ার পরে কৃষ্ণ কল্যাণীর দেখা পাওয়া যায়নি ৷ স্বভাবত, এমন ঘটনায় রাজনৈতিক মহলে চাপ তৈরি হয়েছে ৷

এই এলাকার একটি রাস্তা দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে ৷ গ্রামবাসীরা জানান, বেহাল ওই রাস্তা চলাচলের অযোগ্য ৷ অন্য সময়ে কোনও রকমে যাতায়াত করা যায় ৷ তবে বর্ষাকালে পরিস্থিতি খুব শোচনীয় হয়ে পড়ে ৷ কেউ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বেগ পেতে হয় ৷ স্কুল পড়ুয়ারা ঠিকমতো যাতায়াত করতে পারে না ৷ ছোটখাটো দুর্ঘটনা লেগে থাকে ৷ এমনকী জলে রাস্তা ডুবে গেলে তাতে সাপের উৎপাতও বাড়ে ৷ সম্প্রতি এক গৃহবধূ সাপের কামড়ে আহত হয়েছেন ৷

আরও পড়ুন: জমে উঠেছে ভোটের লড়াই! দুই জা প্রার্থী হয়েছেন বিজেপি-তৃণমূলের

এই এলাকায় প্রায় দেড়শো পরিবারোর বাস ৷ রাস্তার দাবিতে আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার লাগানো হয়েছে দেওয়ালে ৷ গ্রামবাসীদের দাবি, প্রতিটি রাজনৈতিক দলকে স্ট্যাম্প পেপারে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে, তারা রাস্তা তৈরি করে দেবে ৷

ভোট বয়কট নিয়ে বিজেপি তৃণমূল একে অপরকে কটাক্ষ পালটা কটাক্ষ করেছে ৷ বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার জানান, মারাইকুরা গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদ তৃণমূলের দখলে ৷ বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণীও তৃণমূলের নেতা ৷ তারপরেও রাস্তা না হওয়াটা অনভিপ্রেত ৷ বিজেপি ক্ষমতায় এলে, মারাইকুরা গ্রামপঞ্চায়েতে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছন বিজেপি সভাপতি ৷

আরও পড়ুন: রাজ্যপালের সফরকালে উত্তপ্ত গিতালদহ ! বিজেপি-তৃণমূল সংঘর্ষে জখম 6

অন্যদিকে পালটা উত্তর দিতে ছাড়েনি তৃণমূল ৷ জেলা তৃণমূল নেতা অরিন্দম সরকার জানিয়েছেন, যে বুথের সমস্যা সেই বুথের নির্বাচিত সদস্য বিজেপি দলের ৷ তিনি সেই বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনেন ৷ আসন্ন নির্বাচনে ওই বুথে তৃণমূল জয়ী হলে এলাকাবাসীর সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা অরিন্দম ৷ এবার, কোন পথে বরফ গলে সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details