কোচবিহার, 10 জুন: কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বৈদেশিক বাণিজ্য চালু হতেই সীমান্ত সংলগ্ন এলাকায় কোরানা সংক্রমণের আতঙ্ক ছড়িয়েছে ৷ ব্যবসা-বাণিজ্য চালু হতেই বহিরাগত এবং ভিন দেশের লোকদের যাতায়াত বেড়ে গিয়েছে। এতে কোরোনা ছড়িয়ে পড়তে পারে। এই আশঙ্কায় পথে নামলেন চ্যাংরাবান্ধা দক্ষিণপাড়ার বাসিন্দারা। আজ চ্যাংরাবান্ধা দক্ষিণপাড়া ইমিগ্রেশন চেকপোস্ট গামী রাস্তা আটকে দেন স্থানীয় বাসিন্দারা৷ বাঁশ বেঁধে দিয়ে রাস্তা আটকে যাতায়াত বন্ধ করে দিলেন চ্যাংরাবান্ধা সীমান্তের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দারা।
বহিরাগতদের ঠেকাতে চ্যাংরাবান্ধায় বাঁশ দিয়ে রাস্তা আটকাল স্থানীয়রা - coronavirus panic in coochbehar
আনলক ওয়ানে চালু হয়েছে অনেক ব্যবসা-বাণিজ্য়। বাণিজ্যের জন্য খোলা হয়েছে কোচবিহারের চ্যাংরাবান্ধা আন্তজার্তিক সীমান্তও। ফলে এলাকায় আনাগোনা বেড়েছে বহিরাগতদের। এবার তাদের থেকে কোরোনা সংক্রমণ ছড়াতে পারে সেই আশঙ্কায় এলাকার রাস্তা বাঁশ দিয়ে আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা।
বাঁশ দিয়ে রাস্তা আটকে স্থানীয় বাসিন্দারা
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাণিজ্য চালু হতেই বাইরের লোকজনের অবাধ যাতায়াত শুরু হয়েছে এই রাস্তা দিয়ে৷ এতে কোরোনা সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। অবাধ যাতায়াত করছে অপরিচিত মানুষজন, অনেকের মুখে মাস্কও নেই। কোরোনা ছড়িয়ে পড়ার আশঙ্কার কারণেই তাঁরা আজ রাস্তায় বাঁশ বেঁধে বাইরের মানুষজনের যাতায়াত বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সুনির্মল গুহ জানান, "বাসিন্দারা আতঙ্কে রাস্তা আটকে দিয়েছেন, তবে সম্পূর্ণ বিষয়টি খোঁজ নিয়ে প্রশাসনকে জানাব ।"