কোচবিহার, 31 ডিসেম্বর: লিফলেট পোস্টার বিতর্ক যেন পিছু ছাড়ছে না তৃণমূল নেতাদের । এবার কোচবিহার শহরে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নামে লিফলেট পড়ে থাকাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল । এ দিন সকালে কোচবিহার শহরের দেবী বাড়ি নতুন পাড়া মোড় এলাকার একাধিক জায়গায় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির নামে লিফলেট পড়ে থাকতে দেখা গিয়েছে । লিফলেটগুলিতে তাঁর বিরুদ্ধে বিভিন্ন বিষয় লেখা রয়েছে । যার মধ্যে অন্যতম প্রাইমারি-সহ বহু চাকরি ও ট্রান্সফরের অভিযোগে অভিযুক্ত তিনি বলে লেখা রয়েছে (Leaflet distributed on TMC leader Name) ।
লিফলেটকে ঘিরে গত কয়েকদিন ধরে কোচবিহার তৃণমূল নেতাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে । চলতি মাসে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতা তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও প্রাক্তন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান কল্যাণী পোদ্দারের নামে লিফলেট ৷ একইসঙ্গে শুক্রবার দেখা গিয়েছিল জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন চেয়ারম্যান পার্থপ্রতিম নামে লিফলেট । এবার কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নামে লিফলেটকে ঘিরে শোরগোল পড়েছে শহরে । লিফলেটে লেখা রয়েছে, জনগণের অবগতির জন্য প্রচারিত ।