কোচবিহার, 19 অক্টোবর:"শুভেন্দু আধিকারী (Suvendu Adhikari) দাদা থেকে দাদু হয়ে যাবেন, কিন্তু কোনও দিনই বিরোধী থেকে শাসকপক্ষে ওঁর আসা হবে না !" বুধবার কোচবিহারের দিনহাটায় এসে এই 'ভবিষ্যদ্বাণী' করে গেলেন তৃনমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ একযোগে আক্রমণ করলেন সৌমিত্র খাঁ থেকে শুরু করে সুকান্ত মজুমদারদের ৷ দিলেন টাটা গোষ্ঠীকে নিয়ে করা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) এদিনের মন্তব্যের ব্যাখ্য়াও ৷
শুভেন্দু অধিকারী যেদিন থেকে বিজেপি-তে যোগ দিয়েছেন, সেদিক থেকেই চাঁচাছোলা ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে চলেছেন ৷ আরও স্পষ্ট করে বললে, তাঁর নিশানায় বরাবরই থেকেছেন 'পিসি-ভাইপো' ৷ সুযোগ মতো পালটা জবাব দিতে ছাড়েননি 'দিদির দলের অন্যতম সৈনিক' কুণালও ৷ এদিনও তার ব্যতিক্রম হল না ৷ শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ উঠতেই কুণাল বলেন, শুভেন্দু বাকিদের উৎখাত করতে গিয়ে নিজেই উৎখাত হয়ে যাচ্ছেন ৷ কাঁথি পৌরসভায় অধিকারীদের একাধিপত্য বন্ধ হয়েছে ৷ এমনকী, নিজের এলাকায় শুভেন্দু তাঁর অনুগামীদেরও জেতাতে পারেননি বলে কটাক্ষ করেছেন কুণাল ৷
আরও পড়ুন:টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, দাবি মমতার
কুণালের বক্তব্য, শুভেন্দুরা মুখে জয়ের কথা বললেও পরপর সবক'টি নির্বাচনেই নাস্তানাবুদ হয়েছেন ৷ এই প্রসঙ্গে একুশের বিধানসভা নির্বাচন থেকে শুরু করে পৌর নির্বাচনের প্রসঙ্গও টেনেছেন কুণাল ৷ তখনই তিনি বলেন, "শুভেন্দু আধিকারী দাদা থেকে দাদু হয়ে যাবেন, তবু কোনও দিনই বিরোধী থেকে শাসকপক্ষে ওঁর আসা হবে না !"
কুণাল ঘোষের নিশানায় শুভেন্দু অধিকারী ৷ অন্যদিকে, এদিনই শিলিগুড়িতে আয়োজিত বিজয়া সম্মিলনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তিনি বা তাঁর দল টাটাকে রাজ্যছাড়া করেননি ! এর জন্য উলটে সিপিএম-কেই দায়ী করেছেন মমতা ৷ যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে ৷ বিরোধীরা মমতাকে মিথ্যাবাদী বলে দেগে দিয়েছেন ৷
এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কুণাল বলেন, "টাটা একটি শিল্প সংস্থা ৷ তাদের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই ৷" টাটাকে হঠাতে কোনও আন্দোলন সিঙ্গুরে হয়নি বলেও দাবি করেন কুণাল ! তাঁর যুক্তি, যে উপায়ে সিঙ্গুরের কৃষকদের কাছ থেকে কৃষিজমি কেড়ে নেওয়া হয়েছিল, কৃষক, ক্ষেতমজুরদের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছিল, তৃণমূলের আন্দোলন তার বিরুদ্ধে ছিল ৷ টাটার বিরুদ্ধে নয় ৷ বরং তৃণমূল সেই সময় শাসক সিপিএম-এর ভুল নীতির বিরুদ্ধেই আন্দোলন করেছিল ৷