পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Ghosh Slams Governor: 'রাজ্যপাল ঘুরে ঘুরে বিরোধীদের উসকানি দিচ্ছেন', টুইটে তোপ কুণালের - পঞ্চায়েত নির্বাচন

রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোচবিহার সফরকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তাঁর এই জেলা সফরকে বিরোধীদের উসকানি দেওয়ার উদ্দেশ্যে বলে অভিযোগ করেন ৷ উল্লেখ্য, শনিবার সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ৷ কুণাল রাষ্ট্রপতির কাছে নালিশ জানিয়েছেন ৷

ETV Bharat
কুণাল ঘোষ

By

Published : Jul 1, 2023, 11:01 AM IST

Updated : Jul 1, 2023, 12:00 PM IST

কলকাতা, 1 জুলাই: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তুলোধনা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ শুক্রবার রাতে রাজ্যপাল কোচবিহারে পৌঁছেছেন ৷ আজ তাঁর দিনহাটায় যাওয়ার কথা রয়েছে ৷ পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে হিংসার ঘটনা ঘটছে রাজ্যজুড়ে ৷ প্রতিক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিরোধী শিবির ৷

শাসকদল ও বিরোধীদের মধ্যে হিংসার ঘটনায় উত্তপ্ত কোচবিহারও ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যপালের এই কোচবিহারে যাওয়া নিয়ে আবার রাজ্য-রাজ্যপাল সংঘাত সামনে এল ৷ রাজ্যপালকে বিজেপি নেতার সঙ্গে তুলনা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ আরেকটি টুইট করে তিনি রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানান ৷ তিনি লেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিজের ব্যক্তিগত স্বার্থে রাজ্যপালের বাড়ির অপব্যবহার করছেন ৷

কুণাল আরও জানান, রাজ্যপাল সিভি আনন্দ 'রাজভবন পাবলিকেশন'-এর মাধ্যমে তাঁর একটি ব্যক্তিগত বই প্রকাশ করেছেন ৷ তার প্রচ্ছদে অশোক স্তম্ভ ব্যবহার করা হয়েছে ৷ এর তদন্ত হওয়া উচিত ৷ তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অনুরোধ করেন, "আপনি রাজ্যপালকে তাঁর নিয়ম বহির্ভূত কাজগুলি সংশোধন করার নির্দেশ দিন ৷"

আরও পড়ুন: রাজধর্ম পালন থেকে বিচ্যুত হয়েছেন রাজ্যপাল: কুণাল ঘোষ

পঞ্চায়েত নির্বাচনের আগে জেলার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী জেলাটিতে গিয়েছেন রাজ্যপাল ৷ সেখানে পৌঁছেই তিনি জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না ৷ কোচবিহারে বৃষ্টির মধ্যেই শনিবার সাতসকালে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা দিনহাটার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ৷

পঞ্চায়েত নির্বাচনের আর এক সপ্তাহ বাকি ৷ তার আগে রাজ্যপালের এই জেলা সফর এবং তাঁর সঙ্গে বিরোধী দলের নেতাদের দেখা করার ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ সম্প্রতি কোচবিহারের দিনহাটায় প্রত্যন্ত গিতালদহে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছেন একাধিক তৃণমূল কর্মী ৷ আজ রাজ্যপাল হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তিনি ৷ হিংসার ঘটনা ঘটেছে এমন এলাকাগুলিতেও রাজ্যপাল সিভি আনন্দ বোস পরিদর্শন করবেন বলে ৷

আরও পড়ুন: তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্যপালের দরবারে নিশীথ

রাজ্যের এই তপ্ত রাজনৈতিক আবহে তাঁর এই সফরকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ ৷ তৃণমূল নেতা টুইট করলেন, "রাজ্যপাল বিজেপি নেতার মতো আচরণ করছেন ৷" কুণালের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের যাঁরা খুন হয়েছেন, রাজ্যপাল তাঁদের বাড়ি যাচ্ছেন না ৷ তিনি রাজ্যপালের এই সফরকে "বিরোধীদের প্রচারে রাখতে নাটক করছেন ৷ রাজধর্ম পালন না করে দলদাসের কর্তব্য করছেন", বলে উল্লেখ করেন ৷ তিনি আরও জানান, রাজ্যপাল ঘুরে ঘুরে বিরোধীদের উস্কানি দিচ্ছেন ৷ রাজভবনে তাঁর বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তা থেকে নজর ঘোরানোর চেষ্টা ৷

Last Updated : Jul 1, 2023, 12:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details