কোচবিহার, 22 অক্টোবর: দলের প্রাক্তন নেতা মালখান সিংহের গ্রেফতারির প্রতিবাদে সরব হলেন কেএলও (Kamtapur Liberation Organisation) প্রধান জীবন সিং । তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অডিয়ো বার্তায় হুঁশিয়ারি দিলেন কেএলও প্রধান (KLO Chief Jiban Singha) । অডিয়ো বার্তায় জীবন সিংহের দাবি, পুলিশ অন্যায়ভাবে তাঁদের নেতাকে গ্রেফতার করেছে ।
শনিবার এক অডিয়ো বার্তায় সরাসরি রাজ্য সরকারকে হুমকি দিয়েছেন তিনি (Jiban Singha threatens Mamata Banerjee) । ভাইরাল হওয়া ওই অডিয়ো বার্তায় তিনি বলেন, "ষড়যন্ত্র করে গ্রেফতার করা হয়েছে মালখান সিংহকে । এর চরম বিরোধিতা ও তীব্র নিন্দা জানাচ্ছি ।’ এর জন্য বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম খেসারত দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি । পাশাপাশি, ডিএসপি (এসটিএফ) সুদীপ ভট্টাচার্য দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেএলও প্রধান ।
তাঁর অভিযোগ, কামতাপুরী জনগণকে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে । নীলাম্বর বারমা, টম আধিকারী, মালকান সিংহ, বংশীবদন বর্মন-সহ নেতা-কর্মীদের দেশদ্রোহী মামলা দিয়ে জেলে আটকে রাখা হয়েছে । তিনি বলেন, "স্বাধীন ভারতে আমরা পরাধীন । কামতাপুরী রাজবংশীর রক্ত খাওয়া মমতা দিদির সরকার জাতি-মাটির শত্রু । এখন লড়াই কোচবিহার-কামতাপুর থেকে কলকাতা কেন্দ্রীক সরকারকে হটানোর ।"