কোচবিহার, 21 এপ্রিল : অসম পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ হলেন এক পোর্টালের সাংবাদিক (Journalist Injured in Assam Police Encounter) । বৃহস্পতিবার ভোররাতে অসম বাংলা সীমান্তের নায়লা গ্রামে এই ঘটনা ঘটেছে । পুলিশের গুলি বাহারুল ইসলাম নামে এক পোর্টালের সাংবাদিকের পায়ে লাগে । গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি ধুবরি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ।
যদিও পুলিশের দাবি, অভিযুক্ত বাহারিল পুলিশের সার্ভিস রিভলভার নিয়ে পালাচ্ছিল । তখন তাকে গুলি করলে পায়ে লাগে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রাক্তন আলফা নেতা সুভাষ বর্মন ও এক পোর্টাল সাংবাদিক বাহারুল ইসলাম পরস্পরের পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে টাকা পয়সার লেনদেন ছিল । দিন কয়েক আগে এই নিয়ে ঝামেলাও হয় । এরপর গত মঙ্গলবার অসম-বাংলা সীমান্তের জিনকাটা গ্রামে সুভাষ বর্মনকে লক্ষ্য করে গুলি চালায় বাহারুল ইসলাম ও তার সঙ্গীরা । গুরুতর আহত অবস্থায় সুভাষ বর্মন মোটরবাইক ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নেয় ।
আরও পড়ুন :Re-Open Changrabandha Immigration : খুলে গেল চ্যাংরাবান্ধা চেকপোস্ট, শুরু হল দু'দেশের মধ্যে যাতায়াত