কোচবিহার, 13 নভেম্বর:কোচবিহারের মেখলিগঞ্জ শহরে বিজেপির দলীয় সভায় এসে উত্তরবঙ্গকে রাজ্য থেকে আলাদা করা নিয়ে প্রতিক্রিয়া দিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় (Jayanta Kumar Roy) । এদিন দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তরবঙ্গকে কেন্দ্র শাসিত অঞ্চল করার বিষয়ে মন্তব্য করেন তিনি (Jayanta Kumar Roy Slams Bengal Government) ।
তিনি বলেন, "আগামী ডিসেম্বরে সরকারকে ফেলতে হবে না । সরকার থেকে নামার জন্য তারা নিজেরাই ব্যস্ত হবে । বর্তমানে টিএমসি সরকার কীভাবে চলছে তা সবাই জানে । রাজ্যে ডিএ দিতে পারছে না । যে সমস্ত শিক্ষক নিয়োগ করা হয়েছে তার সবই দুনম্বরি । এই এলাকায় চিকিৎসা ব্যবস্থা বেহাল, ভালো চিকিৎসা না পেয়ে অন্য রাজ্যের বাইরে মানুষ যাচ্ছে । সমস্ত ক্ষেত্রেই এই অবস্থা । এঁরা কিছু করতে পারছেন না, আর করতেও দিচ্ছে না, উত্তরবঙ্গ সর্বদাই বঞ্চিত ।"