জলপাইগুড়ি, 4 জানুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের রক্ষাকবচের আবেদন বৃহস্পতিবার নাকচ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ । 2018 সালের একটি মামলায় জামিনের আবেদন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ জামিন খারিজ হওয়ায় অস্বস্তিতে নিশীথ প্রামাণিক । তাঁকে এখন গ্রেফতারও করতে পারে পুলিশ ৷
এই বিষয়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারি সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, 2018 সালে অগস্ট মাসে কোচবিহারের দিনহাটা থানায় তৎকালীন তৃণমূল কংগ্রেসের যুব নেতা নিশীথ প্রামাণিকের সঙ্গে গণ্ডগোল বাধে দলেরই একটি অংশের । অভিযোগ ছিল, নিশীথ প্রামাণিকের নির্দেশেই সেদিন গুলি চালানো ও আক্রমণের ঘটনা ঘটেছিল । সেদিনের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন দু'জন । এরপর নিশীথ প্রামাণিক-সহ 35 জনের নামে পুলিশের কাছে অভিযোগ জানানো হয় ।
তদন্তে নেমে চার্জশিট দাখিল করে পুলিশ । সেই মামলায় জামিন চেয়ে আবেদন জানিয়েছিলেন নিশীথের আইনজীবী । মামলাটি জলপাইগুড়ি সার্কিটে উঠলে ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানি পরবর্তী সার্কিটে পাঠিয়ে দেন । নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ছিল । সেই অভিযোগে মামলাও দায়ের হয় । নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা ৷ রক্ষাকবচ চেয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে আবেদন জানান নিশীথ প্রামাণিকের আইনজীবী । তা খারিজ হয়ে গেল এদিন ৷
আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী আরও বলেন, "বিচারপতি সূর্যপ্রকাশ কেশয়ালি ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে । অন্তবর্তী জামিনের আবেদন করা হয়েছিল । আমরা বলার চেষ্টা করেছি, নিশীথের বিরুদ্ধে প্রচু মামলা রয়েছে । তা লুকোনো হয়েছিল কোর্টের কাছে এরপরেই বিচারপতি পরবর্তী সার্কিটে মামলাটি পাঠিয়ে দেন । নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্থগিত রয়েছে ৷ রক্ষাকবচ নাকচ হয়ে যাওয়ায়, এখন চাইলে পুলিশ নিশীথ প্রামাণিককে গ্রেফতার করতে পারবে ৷"