পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম নেই আচার্যের - বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড়

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয়েছে, এবছর 14 ফেব্রুয়ারি স্থানীয় অডিটোরিয়ামে সকাল 11 টায় সমাবর্তন অনুষ্ঠান হবে । প্রথা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের ঘোষণার মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠান সূচনা হয় । কিন্তু সম্প্রতি রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে যে বিরোধ রয়েছে সেই বিরোধের জেরে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল আসবেন না এটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

photo
photo

By

Published : Feb 9, 2020, 6:06 PM IST

Updated : Feb 9, 2020, 8:53 PM IST

কোচবিহার, 9 ফেব্রুয়ারি : রাজ্য-রাজ্যপাল বিরোধের কারণে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অনুপস্থিত থাকতে পারেন আচার্য জগদীপ ধনকড় । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই ধারণা করে নিয়ে শুরু হয়েছে সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতি । প্রথা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের ঘোষণার মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠানের সূচনা হয় । কিন্তু সমাবর্তন অনুষ্ঠানের জন্য যে আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে তাতে নাম নেই বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের । এনিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আচার্যকে আসার আবেদন করা হয়েছিল । কিন্তু, সম্মতি না মেলায় তাঁর নাম আমন্ত্রণপত্রে রাখা হয়নি ।

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয়েছে, 14 ফেব্রুয়ারি স্থানীয় অডিটোরিয়ামে সকাল 11 টায় সমাবর্তন অনুষ্ঠান হবে । অনুষ্ঠানে 39 জনকে স্বর্ণপদক এবং 54 জনকে রৌপ্যপদক দেওয়া হবে । এছাড়া এবছরই প্রথম "মণীষী পঞ্চানন বর্মা সম্মান" দেওয়া শুরু হল । এই সম্মান পাচ্ছেন প্রাক্তন সাংসদ প্রসেনজিৎ বর্মন ।

সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম নেই আচার্যের

সমাবর্তন উপলক্ষে যে আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে তাতে বোস ইনস্টিটিউটের প্রাক্তন নির্দেশক শিবাজি রাহা, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পর্যটনমন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণের নাম রয়েছে । অথচ কোথাও আচার্য তথা রাজ্যপালের নাম নেই ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল কাদের সাফেলি বলেন, "রাজ্যপালকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল । কিন্তু ওঁর কাছ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি । "

Last Updated : Feb 9, 2020, 8:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details